বাদককে যেদিন ওরা হত্যা করে ফেললো
সাইরেন বাজাতে বাজাতে চলে গেল একটি এম্বুলেন্স। নিয়ে গেল
একটি দেহ, একটি ভাঙা গিটার- আর একটি পুরনো শব্দমালার
খসড়া। নিয়ে গেল কিছু ভাংতি পয়সা। ওজনহীন মধ্যরাত।
পাতালরেলের প্রবেশপথে দাঁড়িয়ে যে লোকটি বাজনা বাজাতো,
সে আজ আর সেখানে নেই। জায়গাটি ফাঁকা পড়ে আছে। একটি
চড়ুই, মাটিতে ঠোকর দিয়ে কুড়াতে চাইছে পুরনো খুদদানা।
একজন কাগজওয়ালা পাশে দাঁড়িয়ে বিলোচ্ছে ফ্রি দৈনিক।
বাদককে ওরা হত্যা করে ফেলেছে- সংবাদটি পড়তে পড়তে
ব্যক্তিগত প্রহরীদের দিকে তাকাচ্ছেন, নগরের মেয়র।
অস্ত্রনিষিদ্ধকরণ আইনের প্রাথমিক বিবেচনা, তার টেবিলে
পড়ে আছে দীর্ঘদিন থেকে। পারমাণবিক অস্ত্রব্যবসায়ীদের সাথে
মিটিং এর আবার তারিখ চাইছেন মাননীয় রাষ্ট্রপ্রধান।
#
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
সুন্দর কবিতা। শুভেচ্ছা নিন কবি দা।
দারুণ।
আহা বদক!!! দারুণ এই কবিতা। এই সভ্যতার স্বরুপ প্রকাশ করলেন কবিতায়। এর নিগূঢ় অর্থ আসলে দারুণ মর্মভেদী। উৎকৃষ্ট কবিতা। কবিকে ভরপুর শুভেচ্ছা।
বাদক। শুরুতে শব্দটি ভুল এসেছে। দুঃখিত।
* আপনার কবিতায় গভীর ভাবের একটি ম্যাসেজ থাকে, যা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। শুভরাত্রি।