জোছনা বমির পর এবং অতঃপর

জোছনা বমির পর এবং অতঃপর

জোছনা বমির পর এবার সূর্যবমির কথা বলি
জল স্বর্গে যাওয়ার পর বল এসেছে
জমির বদলে নদীগর্ভে থিতু হচ্ছে সভ্যতার পলি!

আমি এখন গেরাম ছেড়ে নগর ভালোবাসি
একটু পরপর যক্ষ্মা রোগীর মতোন খুকখুক কাশি
তবুও আমি ফেলে দেওয়া আবর্জনার মতো হাসি!

আগে আমার কবিতারা মাটির কথা বলতো
বাপ-দাদার পৈতৃক ভিটায় সদর্পে পথ চলতো
এখন তারা ইট-পাথরের সাথে করে কানাকানি
জুঁই, বেলি, শিউলি, টগর…
ওদের নিয়ে এখানে কেউ করে না টানাটানি!!

আমিও বেশ আছি, বাসি সূর্য আর চাঁদ কাছাকাছি
কথায় কথায় কাব্যেরা হারায়
কুকুরের লেজ পিঁপড়ে নাড়ায়
তবুও আমি ভালোবাসার নামে করি নাচানাচি..!!

3 thoughts on “জোছনা বমির পর এবং অতঃপর

  1. পূর্ব লিখার রেশ ধরে কবিতায় এগিয়ে যাওয়া সুন্দর হয়েছে প্রিয় কবি।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. * কবি বন্ধু, শুভ কামনা নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।