মেঘের সাথে, মুহুর্তের সাথে
প্রতিদিন একজন মেঘভিক্ষুকের সাথে আমার
দেখা হয়। প্রতিরাতে আমাদের ডেরায় উঠে আসে
চাঁদগল্পের ছায়া। আমি চাষাবাদ জানি। তাই –
সাজিয়ে রাখি স্তরে স্তরে বিনীত কাশমৌসুম।
মেঘের সাথে মানুষের সম্পর্ক নতুন নয়। বরং
মুহুর্তের মহিমায় ডুবে থাকে যে জীবন; সে ই
লিখতে পারে অনন্ত উৎসের উপাখ্যান। মেঘ
তখন সেই জীবনকে দ্যুতি দিতে প্রহরীর মত দাঁড়িয়ে থাকে।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
সুন্দর কবিতা।
মেঘের সাথে মানুষের সম্পর্ক নতুন নয়। বরং
মুহুর্তের মহিমায় ডুবে থাকে যে জীবন; সে ই
লিখতে পারে অনন্ত উৎসের উপাখ্যান।
* অনেক মানসম্মত একটি কবিতা পড়লাম…