জলপূর্ণ নয়ন

জলপূর্ণ নয়ন

শুধু সাড়ে তিন হাতের বৈচিত্র্য রূপ, মাটির কালিতে আঁকা
চিত্রকর্মগুলোর তৃষ্ণার্ত হয়ে পরেছে মন
এতোটুকু তৃপ্তির নালিতে দাবানল জ্বলছে, ঐশ্বর্য বন !

আর স্মৃতির বালিভুমিতে ঝড় তুফান বইছে শুধু,
শেষ হয়েও হয় না শেষ কাজের কৃষাণ-
আঁধার গায়ে বুঝি খেলবে লুকোচুরি জোনাকির তৃণবৎ ক্ষণ;

আমার আঁকা চিত্রকর্ম ওখানেই বিবর্ণ হয়েছে তৃণজ্ঞান-
আবার না হয় ধূসর কালিতে ঝরে পড়ুক না অভিমান,
নয়ন পরশে জলপূর্ণ পিপাসার ধ্যান।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “জলপূর্ণ নয়ন

  1. "আবার না হয় ধূসর কালিতে ঝরে পড়ুক না অভিমান,
    নয়ন পরশে জলপূর্ণ পিপাসার ধ্যান।" ___ গ্রেট জব মি. বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. স্মৃতির বালিভুমিতে ঝড় তুফান দারুণ একটি উপমা কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।