ছুটির দিনে

চাপা বনে ফুল ফুটেছে আয়রে তোরা আয়
ছুটির দিনে ঘরে কি আর বসে থাকা যায়।
শহর ছেড়ে মন চলে যায় অনেক দূরের গায়
নদীর জলে সেথায় মাঝি পাল তুলে ওই যায়।

চৈতী ফুলের মালা গাঁথে পল্লী বালিকা
ঝিরি ঝিরি বাতাসে ওই দোলে বীথিকা।
কলমি লতার ফাকে ডাহুক ভাটিয়ালী গায়
আজকে আমার মন যেতে চায় সেই দূর সীমানায়।

যেখানে রাখাল বসে বাঁশরী বাজায়
পথিক বসে জুড়ায় ঘাম বটের ছায়ায়।
আজকে তোরা আয়রে সবাই আয়রে ছুটে আয়
ছুটির দিনটা কাটিয়ে আসি শ্যামলা মায়ের গায়।

10 thoughts on “ছুটির দিনে

  1. শহর ছেড়ে মন চলে যায় অনেক দূরের গায়
    নদীর জলে সেথায় মাঝি পাল তুলে ওই যায়।

    ও দাদা ভাই চলেন যাই সেথায়

    কত দিন গা জুড়াই না…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gif

  2. 'কলমি লতার ফাকে ডাহুক ভাটিয়ালী গায়
    আজকে আমার মন যেতে চায় সেই দূর সীমানায়।'

    ___ অসাধারণ প্রিয় বন্ধু। এমন কবিতায় মন ভরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. চৈতী ফুলের মালা গাঁথে পল্লী বালিকা
    ঝিরি ঝিরি বাতাসে ওই দোলে বীথিকা।
    কলমি লতার ফাকে ডাহুক ভাটিয়ালী গায়
    আজকে আমার মন যেতে চায় সেই দূর সীমানায়।

    যেতে চায় মন দূর গ্রামে! কিন্তু এই শহরের চার দেয়ালে য্বব ন্দি । কী করে যে যাই!

মন্তব্য প্রধান বন্ধ আছে।