জলপূর্ণ নয়ন
শুধু সাড়ে তিন হাতের বৈচিত্র্য রূপ, মাটির কালিতে আঁকা
চিত্রকর্মগুলোর তৃষ্ণার্ত হয়ে পরেছে মন
এতোটুকু তৃপ্তির নালিতে দাবানল জ্বলছে, ঐশ্বর্য বন !
আর স্মৃতির বালিভুমিতে ঝড় তুফান বইছে শুধু,
শেষ হয়েও হয় না শেষ কাজের কৃষাণ-
আঁধার গায়ে বুঝি খেলবে লুকোচুরি জোনাকির তৃণবৎ ক্ষণ;
আমার আঁকা চিত্রকর্ম ওখানেই বিবর্ণ হয়েছে তৃণজ্ঞান-
আবার না হয় ধূসর কালিতে ঝরে পড়ুক না অভিমান,
নয়ন পরশে জলপূর্ণ পিপাসার ধ্যান।
"আবার না হয় ধূসর কালিতে ঝরে পড়ুক না অভিমান,
নয়ন পরশে জলপূর্ণ পিপাসার ধ্যান।" ___ গ্রেট জব মি. বাউল কবি।
ধন্যবাদ মুরুব্বী দা
ভাল থাকুন———–
স্মৃতির বালিভুমিতে ঝড় তুফান দারুণ একটি উপমা কবিবাবু।