আসন্ন শীতের উপকথা

আসন্ন শীতের উপকথা

আসন্ন শীতে আমার কোনো শব্দের যোগাড়-যন্ত্র নেই
বুকের ভেতর মাঝে মাঝে দু’একটি টিকটিকি হাঁটে
একবার বলতে চাই, আর দশবার করে পিছিয়ে যাই….

“তুই কি আমার কাঁথা হবি?
ডুবসাঁতারে পাড়ি দিবি….
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাতের সমুদ্দুর?

পাহাড় কাটার গন্ধ নিবি
সোনার চামচ মুখে দিবি
৷৷৷৷৷৷৷৷৷ হাসবে যে রৌদ্দুর!

আমি নিখিল শকুনের মতো দূরবীণ চোখ বন্ধ করে হাসি..
তবুও গ্রীষ্মের চেয়ে আসন্ন শীত আমি বড়ো ভালোবাসি!

তবুও বলতে চাই…
তুই কি আমার আধেক খানি শীত নিবি
নাকি
সবার মতো তুইও তেলা মাথায় তেল দিবি?

4 thoughts on “আসন্ন শীতের উপকথা

  1. আমি নিখিল শকুনের মতো দূরবীণ চোখ বন্ধ করে হাসি..
    তবুও গ্রীষ্মের চেয়ে আসন্ন শীত আমি বড়ো ভালোবাসি!

    চমৎকার কবিতা প্রিয় কবি। শুভ সকাল। :)

  2. লেখাটি অনেক সুন্দর হয়েছে। শুভেচ্ছা জানবেন কবি দা।

  3. ভালো একটি লেখা। শুভেচ্ছা জানিয়ে গেলাম জসীম ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।