দ্বি খ ণ্ডি ত

দ্বি খ ণ্ডি ত // দা উ দু ল ই স লা ম

অতএব, এর পরে আর কিছু অবশিষ্ট থাকেনা।
কেবল সুনসান নীরবতা আর সৃষ্ট শোক,
তলানিতে পড়ে থাকা বহুদিনের জমানো কান্না
অশ্রুজল,আর বিষণ্ণ জ্যোৎস্নার ধূসরতা; দুর্ভোগ
আচ্ছাদিত পথের সীমানা
কিংবা ঘুরে দাঁড়ানোর ন্যুনতম ইচ্ছা টুকু মৃতপ্রায়
অতএব- তুমি অবমুক্ত হয়ে যাও, হে অনাদায়।

মৃতের কাছে স্বপ্নের গুরুত্ব থাকতে নাই
যেমন স্বপ্নের কাছে মৃতের কোন গুরুত্ব নাই।
খুব শীঘ্রই যুক্ত হবে সারি সারি কফিন-
যৌথ জীবনের বিস্মৃতি থেকে জন্ম নেয়া সহস্র প্রশ্ন,
নীরবে আত্মহুতি দেয়া বিবেকের ধ্বনি!

অতএব, নিশ্চিত থাকো
দ্বিখণ্ডিত বিশ্বাসের তর্জনী গর্জে উঠার অপেক্ষায়…..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “দ্বি খ ণ্ডি ত

  1. যৌথ জীবনের বিস্মৃতি থেকে জন্ম নেয়া সহস্র প্রশ্ন,
    নীরবে আত্মহুতি দেয়া বিবেকের ধ্বনি!

    বিষয়গুলোন দ্বিখণ্ডিত করে রাখাই শ্রেয় … প্রিয় স্যার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. স্বপ্ন বলে কিছু নাই, তবু কবিরা স্বপ্নের পিছু ছাড়ে না।

    জোড়াতালিতে জীবন সুত্র, বৃত্ত টেনে চলে,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।