খনা ও খনার বচন সম্পর্কে আমাদের সকলেরই কম বেশী ধারণা আছে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। অনেকেই ধারনা করেন এগুলি কোন একক ব্যাক্তির লেখা নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন জনের বলা বা লেখাগুলি খনার নামে প্রচলিত হয়েছে। যাইহোক, এই বিতর্কে না যাই।
আমাদের পরিচিতো অনেক খনার বচন আছে, সেখান থেকে কিছু কিছু বচন এখানে শেয়ার করবো ব্যাখ্যা সহ।
১। খনা ডেকে বলে যান
রোদে ধান ছায়ায় পান
ব্যাখ্যা : পান লাগাতে হয় ছায়াতে, আর ধান লাগাতে হয় রোদে।
২। সমানে সমানে দোস্তি
সমানে সমানে কুস্তি।
ব্যাখ্যা : সমান সমান না হলে কোন কিছুই জমে না।
৩। এক পুরুষে রোপে তাল,
অন্য পুরুষে করে পাল।
তারপর যে সে খাবে,
তিন পুরুষে ফল পাবে।
ব্যাখ্যা : তাল গাছে প্রথম ফলন আসতে কমপক্ষে ১২ বছর সময় লাগে। দীর্ঘ এই সময়ের জন্যই এই ভাবে বলা।
৪। নিত্যি নিত্যি ফল খাও,
বদ্যি বাড়ি নাহি যাও।
ব্যাখ্যা : প্রতিদিন ফল খেলে শরীর ভালো থাকে।
৫। দিনের মেঘে ধান,
রাতের মেঘে পান।
ব্যাখ্যা : দিনে বেলা বৃষ্টি হলে ধানের জন্য ভালো, আর রাতের বৃষ্টি পানের জন্য ভালো।।
৬। জৈষ্ঠতে তারা ফুটে,
তবে জানবে বর্ষা বটে।
ব্যাখ্যা : এটা দিয়ে কি বুঝানো হয়েছে আমি বুঝতে পারি নি।
৭। যদি বর্ষে মাঘের শেষ,
ধন্য রাজার পূণ্য দেশ।
ব্যাখ্যা : মাঘ মাসের শেষে বৃষ্টি হলে ফলন ভালো হয়।
৮। সাত হাতে, তিন বিঘাতে
কলা লাগাবে মায়ে পুতে।
কলা লাগিয়ে না কাটবে পাত,
তাতেই কাপড় তাতেই ভাত।
ব্যাখ্যা : নির্দিষ্ট দূরত্বে কলাগাছ লাগালে তাতে ফলন ভালো হয়।
৯। লাঙ্গলে না খুঁড়লে মাটি,
মই না দিলে পরিপাটি
ফসল হয় না, কান্নাকাটি।
ব্যাখ্যা : ঠিকমত চাষ না করলে ভালো ফসল পাওয়া যায় না।
১০। সবলা গরু সুজন পুত
রাখতে পারে খেতের জুত।
ব্যাখ্যা : ভাল গরু থাকলে আর চাষে ছেলের সাহায্য পেলে কৃষকের কোন সমস্যা থাকে না।
বি.দ্র. ছবি গুলি নেট থেকে সংগ্রহীত।
সাত হাতে, তিন বিঘাতে
কলা লাগাবে মায়ে পুতে।
কলা লাগিয়ে না কাটবে পাত,
তাতেই কাপড় তাতেই ভাত।
এই বচন খানি অষ্টম শ্রেনীতে আমাকে কম জ্বালায় নাই। ব্যাখ্যা লিখতে বলেছিলো। যতো লিখি নম্বর পাই না। জানিনা প্রশ্নকর্তা কতবড় উত্তর আশা করেছিলেন।
হা হা হা
এতো চরম ইতিহাস।
'খনা ও খনার বচন সম্পর্কে আমাদের সকলেরই কম বেশী ধারণা আছে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।' আপনার মূল্যায়নের সাথে আমি একমত। আমারও এমন ধারণা ছিল এখন পোক্ত হলো। ধন্যবাদ ছবি দা। পোস্ট সার্থক।
তবে কৃষি ছাড়াও আরো কয়েকটা বিষয়ে খনার বচন আছে।
আগামীতে আপনার পোস্ট প্রত্যাশা করবো ছবি দা।
অবশ্যই
এ গুলো জেনে কৃষি কাজ করা চাই,,,,,,,,,,,,,,
এখনো এগুলির অনেকটাই মানা হয়।