“আমি তোমাকে ছোঁব, নভতল”
যদি তুমি ছোঁও আমাকে
বদ্রিলার ভেঙে পড়বে, পেনরোজ ভুল প্রমাণিত
অস্ট্রেলিয়া ভাসতে ভাসতে এসে বলিভিয়ার গায়ে লেগে যাবে
এই প্রথম দ্যাখা যাবে বাতাসদিগকে — হলুদ, বেগুনি, ভাসমান ওড়নার দল
আর, এমন স্পর্শের উপমা কোনও শব্দে নেই বলে কবিতার বই স্তূপ করে জ্বালিয়ে দেবে কাশ্মীরের লোক
তুমি আমাকে ছুঁলে রিজওয়ান, রাখালছেলে, খুব খুশি হবে
আমি কবিতায় সবক’টা কারেকশান মেনে নেব গোস্বামীজির
এই যে বহুতল খুলে গিয়ে মাছরাঙা-গন্ধের মাঠ, তোমার চুলের থমথমে
ধানগুছির কাছে সেধে বলছি: একবার ছুঁয়েই দ্যাখো না —
সমুদ্রের সব মাছ উঠে এসে এ-চোখের ভিজে মুছিয়ে দেবে
সোনার গৌরাঙ্গ আমি ষোলো আনা প্রণামীতে ভক্তের মাথায় ঘুরব বাকিটা জীবন…
"ধানগুছির কাছে সেধে বলছি: একবার ছুঁয়েই দ্যাখো না —
সমুদ্রের সব মাছ উঠে এসে এ-চোখের ভিজে মুছিয়ে দেবে
সোনার গৌরাঙ্গ আমি ষোলো আনা প্রণামীতে ভক্তের মাথায় ঘুরব বাকিটা জীবন…"
একরাশ মুগ্ধতা সুপ্রিয় চন্দন দা।
আপনার কবিতায় এতোটাই স্বচ্ছ যে মন্তব্যের ভাষা থাকেনা।
দারুণ ! দারুণ ! কবিতা
যদি তুমি আমাকে ছুঁয়ে দাও– লণ্ডভন্ড হয়ে যাবে পৃথীবি
এফোঁড় ওফোঁড় হয়ে যাবে জাগতিক সব শব্দেরা