আমাকে যখন ভালোবাসো তুমি – তোমার সর্বস্ব দিয়ে
আমি তখন আশু দিন গুনি- ভয়ে থাকি সর্বস্ব হারানোর;
আমার চুলে তুমি যখন খেলা করো মেয়েলী আঙ্গুলে-
ইঁদুর বিড়াল খুঁজে বেড়াও চুলের অভ্যন্তরে
আমি তখন তোমার সিল্কের আস্তিনে হাত ঢুকিয়ে
খুঁজতে থাকি বুকের হৃৎস্পন্দন!
তোমার যখন প্রেম চলে আমার সাথে – বর্তমান সময়ে
আমি তখন অতীতে;
প্রাক্তন প্রেমিকার কোমরের মাপের সাথে মেলাতে থাকি তোমার কোমর;
একইরকম নাভি ছুঁয়ে শিহরিত হই।।
তুমি যখন আমাকে ফেলে যাবে ভবিষ্যতে-
তখনো আমি ফিরে যাব অতীতে-
কে থাকবে আমার তখনকার অতীতে? বর্তমানের তুমি নও তো?
অতীত ও বর্তমানের এই খামখেয়ালী খেলায়
তোমাকে ছেড়ে আমার আর অবসর কোথায় – ভবিষ্যতের ভাবনা কিছু ভাবি!
আমার উদ্বায়ী ত্রিকাল অকালে উবে যায়- তোমার ঘাঢ় আচ্ছন্ন নিঃশ্বাসে।
২২ শে অক্টোবর, ২০১৮
শুদ্ধ কবিতা মি. জাহিদ অনিক। শুভ সকাল।
অনেক ধন্যবাদ মুরুব্বী।
শুভ রাত্রি
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
নির্দ্বিধায় বলে দিতে পারি আজকের দিনে আমি একটি অসাধারণ কবিতা পড়লাম।
আপনার মন্তব্যে আপ্লূত হলাম, দি'ভাই।
দীপাবলির শুভেচ্ছা
কবিতা পড়ে অনুভব করলাম একটি সত্য কবিতা পড়েছি জাহিদ ভাই।
আপনি একজন সত্য কবি, তাই কবিতা অনুভব করেন।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা কবি সৌমিত্র চক্রবর্তী