মা’কে নিয়ে তিনটি কবিতা

১।

তার হাত ধরে হাঁটতে শিখি
মুখের কথা কেড়ে নিয়ে শিখি বর্ণমালা
কথা – লাবণ্য ভরা হাসি।

২।

অ-এ অজগর আসছে তেড়ে
কিংবা
আ-এ আমটি আমি খাব পেড়ে
মা ছিলেন আমার প্রথম শিক্ষক।

৩।

বীজের মতো একটা মন। যতিচিহ্ন পাশে রেখে বড় হচ্ছে কালো রাত। এক আকাশ মাতৃত্ব নিয়ে মা ঘুমিযে গেলে আমি তার পেটের ভেতর লিখতে থাকি অ, আ, ক, খ। কলোনী জুড়ে বেশুমার মানুষের নিঃশব্দ শ্বাস। পুষ্পিত ভোরের চোখে আঁকা স্বপ্নগুলো নামছে বুকের ভেতর। মা প্রস্তুত হচ্ছেন – আগামী মাসে তার কাঙ্খিত মঙ্গলকাব্যের পাঠ।

4 thoughts on “মা’কে নিয়ে তিনটি কবিতা

  1. এই না হলে কবিতা !! কবিতা তাকে বলি … শব্দ কথা থাকবে, থাকবে অনুভব। ছুঁয়ে যাওয়া। পাঠককে পাঠক মনের সুপ্ত ভাবনা গুলোকে সুযোগ করে দেয়া।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. প্রথমটার চেয়ে দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টা বেশি ভালো লেগেছে।

    "এক আকাশ মাতৃত্ব নিয়ে মা ঘুমিযে গেলে আমি তার পেটের ভেতর লিখতে থাকি অ, আ, ক, খ।"  —দারুণ ! 

  3. দারুণ হয়েছে কবি দা। আপনার লেখা মানে অপার মুগ্ধতা। :)

  4. তিনটি স্তবকই প্রশংসার দাবী রাখে কবি ভাই। আশা করবো ভালো আছেন। শুভ সন্ধ্যা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।