গুলিস্তান – নয়ারহাট মুড়ির টিন

গুলিস্তান – নয়ারহাট মুড়ির টিন

মাওলানা ভাসানী তখন খবরের শিরোনাম। পাকিস্তান সরকারের বিরুদ্ধে হুজুরের ভূমিকা ছিল খুবই আনপ্রেডিক্টেবল। অনেকটা সমসাময়িক কাদের সিদ্দিকীর মত। দৈনিক পত্রিকার প্রথম পাতার প্রায় প্রতিদিন হেডলাইনে থাকতেন এই মজলুম জননেতা। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকতো সকালের পত্রিকার জন্যে। তো একদিন সকালে এক হকার পত্রিকা হাতে দৌড়চ্ছে আর চীৎকার করছে…মাওলানা ভাসানীর কোন খবর নাই, খবর নাই…। জাতি চমকে উঠল, ভাবল মাওলানাকে গুম করা হয়েছে। হুমড়ি খেয়ে কিনতে লাগল সেদিনের দৈনিক পত্রিকা। কিছুক্ষণের ভেতর পাঠককুল আবিষ্কার করতে সক্ষম হল গুরুত্বপূর্ণ তেমন কোন খবর নেই। হকারকে আটকে মিথ্যা বলার জন্যে উত্তম মধ্যম দিতে উদ্যত হল জনতা। হকার জানতে চাইলো কি তার অপরাধ। ক্রেতার দল উত্তর দিল, তুই মিথ্যা বলছিস, ভাসানীকে গুম করা হয়েছে তেমন কোন খবর নেই পত্রিকায়। হকার তখন উত্তর দিল; আরে, আমি কি তাই বলেছি না-কি! আমি তো বলেছি ভাসানীর কোন খবর নেই! পত্রিকা পড়ে দেখুন, সেখানে ভাসানীর কোন খবরই নেই। জমায়েত পাঠককুলের হুঁশ হল…আরে তাইতো, আজকের পত্রিকায় মাওলানা ভাসানীর আসলেই কোন খবর নাই!!!

কথা-ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে বীর-দর্পে ঘুরে বেড়াবে। কিলবিল করবে গ্রাহকের ভিড়। অর্থের বৈভব পাহাড় বাইয়্যা যাবে এবং তাতে জন্ম নেবে দ্বিতীয় প্রকল্প। উড্ডয়ন সাফল্যে রোমাঞ্চিত হয়ে সভা-সেমিনার সহ রাস্তায় বিজয় মিছিল পর্যন্ত হয়েছিল। আজ অনেকদিন হয়ে গেল। মহাকাশ বিজয়ের এই আইকন অনেকটা ধূমকেতুর মত মিলিয়ে গেল মহাকাশের গর্ভে। মাওলানা ভাসানীর মতই এর কোন খবর নেই। সব প্রশান্ত মহাসাগরের মত শান্ত। জাতীয় অর্থ লুটপাটের এই স্ক্যাম একদিন নিশ্চয় উধঘাটিত হবে এবং আমরা জানতে পারবো কার পকেট আর ব্যাংক একাউন্টে ঘুরপাক খাচ্ছে এই স্যাটেলাইট। বলা হচ্ছে যে কোঅরডিনেটে এই আদরের দুলালকে পাঠানো হয়েছে সেখানে গ্রাহক পাওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য।

4 thoughts on “গুলিস্তান – নয়ারহাট মুড়ির টিন

  1. সব প্রশান্ত মহাসাগরের মত শান্ত। জাতীয় অর্থ লুটপাটের এই স্ক্যাম একদিন নিশ্চয় উধঘাটিত হবে এবং আমরা জানতে পারবো কার পকেট আর ব্যাংক একাউন্টে ঘুরপাক খাচ্ছে এই স্যাটেলাইট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gif

  2. প্রথম অংশটুকু পড়িনি।

    দ্বিতীয় অংশের জানা তথ্যটুকুর রস ভাল লাগলো।

  3. প্রশ্নটির উত্তর দেশবাসীর জানা উচিত। রুট আপনার দেখানো দুই শহরের নাকি ভিন্ন জগতের। :)

  4. ভাসানীকে গুম করা হয়েছে তেমন কোন খবর নেই পত্রিকায়। হকার তখন উত্তর দিল; আরে, আমি কি তাই বলেছি না-কি! আমি তো বলেছি ভাসানীর কোন খবর নেই! পত্রিকা পড়ে দেখুন, সেখানে ভাসানীর কোন খবরই নেই। জমায়েত পাঠককুলের হুঁশ হল…আরে তাইতো, আজকের পত্রিকায় মাওলানা ভাসানীর আসলেই কোন খবর নাই!!!

    হাহাহাহা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।