আঁধারের সেমিকোলন
আমরা অনেক আগেই বেচে শেষ করেছি আমাদের
শুভবুদ্ধির পসরা। কফ এবং কষ্টগুলো দেখাতে,
চিরে ফেলতে হচ্ছে বুক। স্নায়ু, ধমনী, অস্থি-মজ্জা
সুই-সুতোর ঘাই দেখতে দেখতে ঝাঁঝরা হয়ে গেছে
যে চোখ- সাক্ষী মানতে চাইছি তাকেই স্বজন ভেবে।
পক্ষে দাঁড়াবার কেউই পাশে নেই আর। না যজ্ঞ, না যতি-
হেরে যাচ্ছে উপাসনার সকল সূত্র। ভেঙে পড়ছে
বোধের সর্বশেষ সিঁড়ি। হারিয়ে যাচ্ছে, আরাধনার আরতি।
হারিয়ে যাওয়াই আমাদের অমোঘ ভবিষ্যত। নিশ্চিহ্ন হতে হতে
আঁধারের সেমিকোলনগুলো,
যদি খুঁজে পায় বিজলীর কক্ষপথ, যদি আবার কেউ-
‘ভালোবাসি’ ‘ভালোবাসি’ বলে আঁকড়ে ধরে আমাদের
সৃজন নিঃশ্বাস……
আছি। পথে বসে আছি।
ফুরোবে কি না, জানি এই অবেলার যৌথ রোদন !
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।
আঁধারের শেষে বিরাম যতিচিহ্নের চাইতে আঁধারের সেমিকোলন থাকা ভাল।
অভিনন্দন কবি ইলিয়াস ভাই।
* শুভেচ্ছা সুন্দর একটি কবিতার জন্যে…