বালির ঘর

বালির ঘর

সপ্তর্ষি মেলা আকাশে পা দিয়ে ভাবি
তোমার বাড়িতে ফিরে যাবার কথা
পাঁচিল বেয়ে বোগেনভেলিয়ার গাছটা
ডালপালা ছড়িয়ে সুন্দর বেড়ে উঠেছে
রঙিন ফুলগুলোতে রামধনু ফুটে ওঠে
কিন্তু তোমার দেখা নেই, জানিনা তুমি
এখন কোন সমুদ্রে বালির ঘর আঁকছ
কালো আকাশে কাজলের মাখামাখি
নীল পাহাড়ের দেশে সবুজের আলপথ
ডিমনা হ্রদের সাজানো বাগানে এখন
অজস্র ফুল ঝরনার মত ঝরে যাচ্ছে
ময়ূরকণ্ঠী রং মাছরাঙা জলের ধরে।

4 thoughts on “বালির ঘর

  1. বালির ঘর ভালো হয়েছে বোন। তবে অনুবাদের মতো লাগলো খানিকটা। :)

  2. কবিতা যেনো প্রকৃতির সঙ্গে মিশে একাকার। ভালো লাগল দিদি

মন্তব্য প্রধান বন্ধ আছে।