শোকপ্রান্তগুলো

শোকপ্রান্তগুলো

অনেক কান্নাই এখন আর আমাদের অপরাধী করে না !
অনেক বুকের উত্তাপকে বরফ মনে করে, আমরা এগোই
কফিনের দিকে। আহা! শাদা কাপড়, আহা! মুখাগ্নি!
বিদায়ের বৈশ্য শিকল হাতে পায়ে প’রে নিতে নিতে
আমরা ভুলে যাই আমাদের মানবিক পরিচয়।

বাঁশের টুকরিতে ঘাসগুচ্ছ মাথায় তুলে যে রোজশ্রমিক
বাজারে বিক্রি করতে যায়,
আমি তার প্রতিনিধি হয়েই নগরে কান্না ফেরি করি-
মানুষজন আমাকে দেখে হাসে,
এইযুগেও কেউ কাঁদে বুঝি!
বলে আমাকে সান্ত্বনা দেন, একাত্তরের একজন বীরাঙ্গনা।

অনেক রক্তই এখন আর আমাদের বিচলিত করে না !
বরং পলায়নপর ইঁদুরের মতো,
গর্ত খুঁজতে খুঁজতে আমরা ডানে-বায়ে তাকাই,
আমাদের সামনেই লুটিয়ে পড়ে মাটি ও মমত্বের বৈধব্য।

4 thoughts on “শোকপ্রান্তগুলো

  1. অনেক রক্তই এখন আর আমাদের বিচলিত করে না !
    বরং পলায়নপর ইঁদুরের মতো,
    গর্ত খুঁজতে খুঁজতে আমরা ডানে-বায়ে তাকাই,
    আমাদের সামনেই লুটিয়ে পড়ে মাটি ও মমত্বের বৈধব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর কবিতা কবি ফকির ইলিয়াস।

    প্রকাশিত পোস্ট : ৩০৬
    মন্তব্য করেছেন : ০
    নিজের পোস্টে : ০
    অন্যের পোস্টে : ০

    মন্তব্য পেয়েছেন : ৫৯ জনের
    মন্তব্য দিয়েছেন : ০ জনকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  3. অনেক রক্তই এখন আর আমাদের বিচলিত করে না !
    বরং পলায়নপর ইঁদুরের মতো,
    গর্ত খুঁজতে খুঁজতে আমরা ডানে-বায়ে তাকাই,
    আমাদের সামনেই লুটিয়ে পড়ে মাটি ও মমত্বের বৈধব্য।

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।