ডিগ্রী
পাকড়াও করলো ডিগ্রী,
একের পর এক বিক্রি।
রাখলে জীবন বাকি,
ডিগ্রী বোঝায় মাথা
এদিকওদিক হাঁকি।
মনে চাপা চাপা কথা;
কেমনে সুখের আসা?
গতি রকেটে, উত্তর পকেটে।
হস্ত খালি, জীবন কালি।
উড়িল পাখি, ছাড়িল বাসা
গড়িল আত্মহত্যার ফাঁদ।
এইতো ভাই চলে দিনরাত।।
ছড়ার কবিতা ভাল হয়েছে কবি দাদা ভাই।
মুগ্ধ হলাম প্রিয় কবি!
শুভেচ্ছা জানাই!
প্রয়াস ভালো হয়েছে কালাম হাবিব ভাই।
মুগ্ধ হলাম প্রিয় কবি!
শুভেচ্ছা জানাই!
শব্দ মিলের লিখা আমার ব্যাক্তিগত পছন্দের একটি বিষয়। অভিনন্দন কবি।
মুগ্ধ হলাম প্রিয় কবি!
শুভেচ্ছা জানাই!