সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি


আবেগঘন মোহ নিয়ে ছুটে আসা,
অসম্মানে তুফান ওঠে সর্বনাশা।
মূল্যায়নে দুটি প্রাণের স্বর্গে বাসা,
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি ভালোবাসা।

পরস্পরের কাছে থাকে উভয় শ্রেষ্ঠ,
বিসর্জনে অর্জিত হয় উৎকৃষ্ট।
ভ্রান্তিযোগে হতেও পারে পথভ্রষ্ট,
হতেই পারে প্রলোভনে আকৃষ্ট।

ভালোবাসার অবস্থান তো উচ্চাসনে,
কালি মাখে নোংরা প্রাণের সংক্রমণে।
ত্যাগ তিতিক্ষায় ইচ্ছাকৃত নির্বাসনে,
অহংকারী লোভী পাপীর আস্ফালনে।

তবু একের প্রতি অন্যের অশেষ মোহ,
অফুরন্ত আমৃত্যু সোহাগ স্নেহ।
দ্বিমতে বিপত্তি আসে হয় কলহ,
উপভোগ্য মধুর লাগে সে বিরহ।

অক্ষত রয় মানব প্রাণে ভালোবাসা,
উন্নত রয় তুফান এলেও সর্বনাশা।
না পেলেও পূর্ণতা সব প্রাণের আশা,
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি ভালোবাসা।

6 thoughts on “সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি

  1. শেষমেষ কোট করেই ফেললাম কবি। :)

    তবু একের প্রতি অন্যের অশেষ মোহ,
    অফুরন্ত আমৃত্যু সোহাগ স্নেহ।
    দ্বিমতে বিপত্তি আসে হয় কলহ,
    উপভোগ্য মধুর লাগে সে বিরহ।

  2. সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছি আমরা মানব জাতি আর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে আমাদের এই বেঁচে থাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. পাঁচ তারকা উপহার মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।