রোমান্স_অণুগল্প_৪৯২

‘রিমোট কন্ট্রোল আনতে বলেছিলাম, আনোনি… এ্যাকুরিয়ামের মাছের খাবার, তাও?’

চাকুরি জীবনে বছর দুই আগেও উইকেন্ডে সে বাসায় এলে, বউয়ের এই অনুযোগগুলিকে রোমান্স পূর্ববর্তী অনুঘটক হিসেবে অনুভব করতো শিহাব। হয়তো বউ সাপ্তাহিক এই বিশেষ দিনটিতে, দুই মেয়ের তীক্ষ্ণ চাহনির সামনে নিজেকে আড়াল করার অপচেষ্টা করতো অনুযোগের মোড়কে।

শিহাব জানতো বলেই কণার অফুরন্ত লিস্টের বেশীরভাগ জিনিস-ই ইচ্ছে করে ফেলে রেখে আসতো, আনতো না।

এখন প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরা। নেই কোনো অনুযোগ, কিছুই আনতে বলে না কণা এখন। তাই বলে রোমান্স বিষয়টি কি নিস্পৃহতায় ভুগছে?

মোটেও না।
জীবনের এই বয়সে এসে রোমান্স ছাড়া আর আছেই বা কি? যেভাবেই হোক, কিভাবে যেন ব্যাপারটা হয়েই যায়। চাই অভিযোগ কিংবা অনুযোগের অনুঘটক থাকুক বা নাই থাকুক।

রোমান্সে রোমান্সে কেটে গেলো শিহাবের এক জীবন!
আর কিছু চাই?

#রোমান্স_অণুগল্প_৪৯২

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

10 thoughts on “রোমান্স_অণুগল্প_৪৯২

  1. আর তো কিছু চাইবার কথা নয় মি. মামুন। জীবন থাক আনন্দ ভরপুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শিহাব এর গল্প গুলো আমার ভালোই লাগে মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার ভালো লাগার অনুভব শিহাব এবং গল্পকারকে জানিয়ে দিলাম প্রিয় কবিদা'

      ধন্যবাদ এবং শুভেচ্ছাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. জীবনে একটি সময়ে দুজনের কথা কমে গেলেও দুজনের প্রীতি কমে যায় না।

    1. জি রিয়াদি', সময়ে যে ভালোবাসা তৈরী হয়, তা কখনোই কমে না।

      ধন্যবাদ আপনাকে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. রোমান্সে রোমান্সে কেটে গেলো শিহাবের এক জীবন!
    আর কিছু চাই?

     

    * আর কিছু দরকার নেই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. শিহাবের আদলে গড়া লেখকের চরিত্র ও তার পারিবারিক চমৎকার অনুভূতিগুলো পাঠককে আনন্দিত করে সন্দেহ নেই । ভালো থাকুন গল্পে গল্পে। 

    1. ধন্যবাদ প্রিয় কবি আপনাকে। আপনার অনুভূতি জেনে ভালো লাগলো। আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

মন্তব্য প্রধান বন্ধ আছে।