অন্ধকারের চাঁদ

অন্ধকারের চাঁদ

জ্যোৎস্না রাতে কি আছে রে?
ঘুম কোথায় দু-চোখে?
মন খারাপের বৃষ্টি ঢল
কষ্ট কষ্ট বুকে

কেও তো আছে, চাঁদনি রাতে
আমার জন্য কাঁদে
খুঁজতে গেলেই পালিয়ে যায়
আকাশ হারায় চাঁদে

কে আছে রে তোর ভেতরে?
আমার জন্য কাঁদে
কখন তোকে ফেলেছি আমি?
ভালোবাসার ফাঁদে

কি আছে রে তোর ভেতরে?
মনটা আমার কাঁদে
অমাবস্যায় চাঁদনি খুঁজি
অন্ধকারের চাঁদে।

5 thoughts on “অন্ধকারের চাঁদ

  1. অমাবস্যায় চাঁদনি খুঁজি অন্ধকারের চাঁদে। চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনেক সুন্দর কবিতা যাযাবর ভাই। অভিনন্দন। :)

  3. অমাবস্যায় চাঁদনি খুঁজি
    অন্ধকারের চাঁদে।

     

    * চমৎকার কবিতা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।