আলাপন – ৯

আলাপন – ৯

কঃ এটা কত সাল?
খঃ জানি না
কঃ আমিওতো জানি না
খঃ কেউ জানে না
কঃ তাহলে সবাই জানে টা কি?
খঃ সর্বশেষ সাংবিধানিক আইন সংশোধন এর পর থেকে সবাই সব কিছু বাদ দিয়ে তাদের সন্তান কি করে মানুষ হবে এটা নিয়েই ব্যাস্ত, কত সাল চলছে এটা নিয়ে কারও মাথা ঘামানোর সময় নেই
কঃ সর্বশেষ সংশোধনীতে কি বলা হয়েছে?
খঃ আপনি জানেন না?
কঃ না তো!
খঃ তাহলে শুনুন যা লেখা আছে আমি হুবহু বলছি, “আজ হতে ১৭ বছর ১১ মাস ২৯ দিন থেকে সব ধরণের শিশু ও কিশোর-কিশোরীর অপরাধের দায়ে দণ্ডিত হইবেন অপরাধীর পিতা-মাতা এবং শিক্ষক এবং অপরাধী তার কৃত অপরাধের দায়ে দণ্ডিত হবে না।”
কঃ তাই নাকি?
খঃ আরও আছে
কঃ কি?
খঃ “আজ হতে ১৮ বছর পর থেকে অনিদৃষ্ট সময়ের জন্য যে কোনও ব্যাক্তির অপরাধের দায়ে দণ্ডিত হবেন অপরাধীর পিতা-মাতা-শিক্ষক (জীবিত থাকলে) এবং দণ্ডিত হবেন ক্ষমতাসীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উক্ত অপরাধীকে কেবল মাত্র নজর-বন্দী করে রাখা হবে। নজর-বন্দীর সময়-সীমা অপরাধের ধরণ অনুযায়ী নির্ধারণ করা হবে।”
কঃ বলেন কি? এটা কি করে করলো?
খঃ “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিক আইন এর ৭৯, ৮০ অনুচ্ছেদ এর ২য় পরিচ্ছেদ অনুযায়ী ইহা কার্যকরী করা হলো”
কঃ এটা কত তম সংশোধনী?
খঃ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিক আইনের ১০০০ তম সংশোধনী
কঃ আপনার কয়টা সন্তান?
খঃ ধুরু ভাই! সন্তান আইবো কোথ্যাইকা? এই আইনের পর আমি বিয়াই করি নাই, অনেকেই বিয়া না করার সিদ্ধান্ত নিসে
কঃ ভাই! অনেক দিন পর বিদেশ থেকে এলাম বিয়া করার জন্য, দশ বছরের প্রেম, এখন আর বিয়া করবো না, আবার টিকিট কেটে বিদেশ চলে যাবো
খঃ গেলে যান!
কঃ কিন্তু ভাই! মেয়েটাকে যে আমি অনেক ভালোবাসি! কি যে করি? মেয়েটাকে সাথে বিদেশ নিয়েই বিয়ে করবো
খঃ মনে হয় না লাভ হবে
কঃ কেন?
খঃ সব দেশ এখন বাংলাদেশ এর এই আইন সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে
কঃ আশেপাশে ভাল হাসপাতাল আছে?
খঃ হ্যাঁ আছে, কি হইছে?
কঃ মাথা চক্কর দিতে শুরু করছে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছি, আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে চলেন ভাই! আর সিন্থিয়াকে একটু খবর দেন
খঃ সিন্থিয়া কে?
কঃ দশ বছর যে মেয়েটি আমার জন্য অপেক্ষায় আছে …

8 thoughts on “আলাপন – ৯

  1. হাহাহা মি. ইলহাম। ইন্টারেস্টিং লিখা। জীবনের আলাপন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. বেশ মজা করে জীবন বাস্তবতার আগাম চিত্র আঁকলেন।  ধন্যবাদ ভিন্ন ধরণের পোস্টের জন্য। 

    1. আন্তরিক ভালোবাসা প্রিয় লেখিকা রুকশানা হক https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      আসলে আমার কাছে কেন যেন মনে হয়েছে পিতা মাতার সঠিক পরিচালনার অভাব সন্তান নষ্ট হওয়ার  প্রথম কারণ।  আর দ্বিতীয় কারণ কিছু কিছু অসাধু  শিক্ষক এর কুপরামর্শ এবং প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত না করে  সিজিপিএ এর স্কোর হাই করার জন্য অহেতুক মুখস্থ নামক কিছু জঞ্জাল চাপিয়ে দেয়া। আর একটি দেশের আইনের প্রকৃত প্রয়োগ থাকলে সে দেশে অপরাধ অনেক কমে যেতে পারে।                               

  3. অসাধারণ আলাপন এর এই সিরিজ। প্রথম থেকেই আমার পছন্দ। শুভেচ্ছা ইলহাম ভাই। :) আজকাল আপনার দেখা পাওয়াই যায় না। খুব ব্যস্ত মনে হয়। 

    1. প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী,  আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      সত্য কথা বলছি,  আসলে কবিতা বিষয়ক জ্ঞান যে আমার কম এটা আমি রিসেন্টলি বুঝতে পেরেছি তাই কিছু বই পড়ার পাশাপাশি বিভিন্ন সাহিত্য আড্ডায় সময় দিয়ে বুঝতে চেষ্টা করছি।

      এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত  ঠিক মতো অনলাইনে আসতে পারছি না।                         

  4. শেষে আর একটু বাড়িয়ে দিলে বেশী ভাল লাগতো ইলহাম দা। কেমন আছেন ? :)

  5. * অনেকদিন পর কবি ইলহাম ভাই,

    শুভ কামনা সবসময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।