তোমায় ছাড়া


সঙ্গী ছাড়া একলা একা, বেঁচে থাকা যায় কি?
তোমায় ছাড়া বেঁচে থাকা, মরণ সম নয় কি?
নিঃস্ব আমার সরল প্রাণে, তুমি হলে বিশ্বাস,
শয্যাশায়ী মরণ কালে, ফিরে পাওয়া নিঃশ্বাস!

তোমার দূরে দূরে থাকা, অবুঝ প্রাণে সয় না,
দিন চলে যায় ভেবে ভেবে, রাতগুলো শেষ হয় না!
কষ্ট গুলো কোন ভাবেই, চায় না দিতে মুক্তি,
এক মুহূর্ত যায় না সওয়া, তোমার এই বিভক্তি!

ব্যথী হৃদয় ব্যকুল থাকে, পেতে তোমার সন্ধান,
আবার ভাবি ভুলে যাবো, চেষ্টা করি আপ্রাণ!
কোন ভাবেই ওই হাঁসি মুখ, ভুলে থাকা যায় না,
অহর্নিশি প্রাণ করে যায়, খুঁজে পাবার বায়না!

উজাড় করে ভালোবাসার, এটা কেমন প্রতিদান?
ঝরে গেছে অশ্রু আমার, এক সমুদ্র পরিমান!
আমার প্রতি পলকেতে, প্রতিচ্ছবি ভেসে রয়,
ব্যথায় কাতর আমি তোমায়, কবে খুঁজে পাবো হায়!

আজো যেমন চাঁদ উঠে যায়, ফুল ফুটে রয় বাগানে,
দহন জ্বালার অপেক্ষা আর, সয় না যে এই পরাণে!
ভালোবাসার প্রতি ধাপে, এমন কষ্ট হয় কি?
তোমায় ছাড়া একলা একা, বেঁচে থাকা যায় কি?

8 thoughts on “তোমায় ছাড়া

  1. আজো যেমন চাঁদ উঠে যায়, ফুল ফুটে রয় বাগানে,
    দহন জ্বালার অপেক্ষা আর, সয় না যে এই পরাণে!

    সার্থক কবিতা প্রিয় কবি মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল। :)

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      ভাল থাকুন সর্বক্ষণ।

  2. কোট করার মতো অসাধারণ কিছু লাইন এই কবিতায় রয়েছে। অভিনন্দন কবি বাবু ভাই। :)

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      ভাল থাকুন সর্বক্ষণ।

  3. সঙ্গী ছাড়া একলা একা বেঁচে থাকা অর্থহীন কবি বাবু দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 
      ভাল থাকুন।

  4. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
    ভাল থাকুন সর্বক্ষণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।