(১)
দুই অক্ষরে দুনিয়া!
ব্যস্ত হলাম যেন,
একথা শুনিয়া।
একটু আমার মাথা ব্যাথা,
আমার কাছে এ আজব কথা!
মনে হইতেছে কেন?
ডানে দুই অক্ষর!
বামে দুই অক্ষর!
সামনে দুই অক্ষর!
পেছনে দুই অক্ষর!
আর মধ্যি খানে মোর,
শ্বাস রুদ্ধ কবর!
(২)
এক হিন্দি বাবু,
নামে গেরুয়া হাবু,
বলল কাছে অ্যাইসা।
ও হতে হে ক্যাইসা।।
হাম বাতায়ে,
বাটুয়া পাতায়ে,
দেখ এ ক্যেয়া।
ও বাতায়ে এ হো
টাকা আউর প্যাইসা।।
দুটি ছড়া পদ্য পড়লাম মি. কালাম হাবিব। ইন্টারেস্টিং।
টাকা পয়সাই হচ্ছে দুই অক্ষরের দুনিয়া। আসলেই তাই কালাম ভাই।
ও বাতায়ে এ হো টাকা আউর প্যাইসা। আচ্ছা জবাব হি দিয়া হ্যায় কবি।