পরাণদাদার গল্প ৯

হাটের থেকে সেদিন রাতে একটা ইলিশ কিনে-
আঁধার পথের ধাঁধার ভেতর চলেছেন পথ চিনে।
হঠাৎ কে সে ডাকল এসে, পরাণদাদা থেমে-
ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখে ভয়েই ওঠেন ঘেমে।

বাড়িয়ে দু’হাত দাঁড়িয়ে ভূতে বলল নেকো স্বরে-
“মাছটা দিয়ে পরাণ নিয়ে যা চলে তুই ঘরে।
অনেকদিনই খাই নি তো মাছ- পাইনি সুযোগ মোটে-
আজকে ইলিশ মাছকে খাব” – বলেই হেসে ওঠে।

ভয় পেলে ক্ষয়- সাহসে জয়- ভেবেই পরাণদাদা-
বলেন – “আমি দেখছি- তুমি সত্যি বড়ই হাঁদা।
ইচ্ছে তোমায় দিচ্ছে তাড়া একটু ইলিশ খাবে-
বলছি সাঁচা – খাইলে কাঁচা স্বাদ কি ভাল পাবে?

ছলছি না গো – বলছি শোনো- চলো আমার সাথে-
সত্যি তাজা ইলিশ ভাজা খাওয়াবো আজ রাতে।”
ভাজির লোভে রাজি ভূতে দাদার পিছে হাটে-
বাড়ি এসেই বলেন হেসেই – “দাঁড়াও উঠোনটাতে।”

বলেই দাদা গেলেন চলে ঘরের ভেতর ধীরে-
মশাল হাতে উঠোনটাতে আবার এলেন ফিরে।
“মাছ খাবি আয়” বলেই দাদায় মশাল উঁচু ক’রে-
দাঁত খেঁচিয়ে চেঁচিয়ে বলেন “ভাজবো তো আজ তোরে।”

“ওরে বাবা মরেই যাবো”- বলেই পরাণ-পণে-
ভূত পালালো বেজুত বুঝে দুঃখভরা মনে।
(অল্প আলোয় গল্প বলেন পরাণদাদা রাতে-
গবাই-ভবাই পাড়ার সবাই ভয়ের মজায় মাতে।)

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

3 thoughts on “পরাণদাদার গল্প ৯

  1. পরাণদাদার গল্প ৫, ৬, ৭, ৮ মিসিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif নাকি প্রকাশিত হয়েছে আমিই দেখিনি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_scratch.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।