কোন সৃষ্টি নয় স্রষ্টা
ভুল করনা, ভুল করনা!
সৃষ্টিকে স্রষ্টা ধরনা!
স্রষ্টা তো তিনিই;
যিনি দিনকে করে রাত,
রাতকে করে দিন!
যাহার কর্ম সীমাহীন!
কোন সৃষ্টি নয় স্রষ্টা!
স্রষ্টা সকল সৃষ্টির উপদেষ্টা!
কোন সৃষ্টি পাইনা স্রষ্টার মান।
কখনো যায়না গাওয়া
কোন সৃষ্টিরগুনগান!
স্রষ্টা তো তিনিই;
যাহার কুদরত সর্বত্রে বিরাজমান!
যিনি সর্ব জ্ঞানে, সর্ব ধ্যানে,
সর্ব কালের মহান।
যিনি সর্ব সৃষ্টির কণ্ঠে
প্রশংসনীয়!
যাহার অবস্থান এক,
অদ্বিতীয়!
তিনিই স্রষ্টা, সৃষ্টির উপদেষ্টা!
(২৭/১০/২০১৮)
কোন সৃষ্টি নয় স্রষ্টা! স্রষ্টা সকল সৃষ্টির উপদেষ্টা! যথার্থ কথা প্রিয় কবি।
অনেক সুন্দর লিখেছেন কবি কালাম ভাই।
কবিতার জন্য শুভেচ্ছা মি. কালাম হাবিব।