বন্ধ পেলেই ঘুরে বেড়ানো শিহাবের অভ্যাসে দাঁড়িয়েছে। দিনভর। আজ যেমন গেলো জাহাংগীরনগর ভার্সিটিতে।
রঙ বে-রঙ এর পোশাকধারী নারী পুরুষ। রঙ কি শুধুই পরিচ্ছদে! মনে নয়? মন যাদের অন্য মনের কয়েদী, তাদের কথা বাদ। মুক্ত মনওয়ালাদের কথাই ভাবছে সে।
কলতানের সামনের রাস্তাটি ধরে হেঁটে আসছে। পথ চলতি আনন্দমমূখর মানুষের ভিতরের একজন মনে হচ্ছে নিজেকে।
বেশ তো! ভালোই লাগছে।
এক নারী ওকে পাশ কাঁটালো। রাস্তা জুড়ে তার ছড়িয়ে যাওয়া সৌরভ! অতিপরিচিত। শিহাবের দেহমন চনমনে আমেজে জেগে উঠলো। উষ্ণ রক্তস্রোত দুর্দম্য হয়ে উঠলো পলকের তরে। সময়ের ঘ্রাণে আপ্লুত হয়ে উঠে শিহাব হাসে নিজের মনে। পারু এই ‘পারফিউম’ ভালোবাসতো!
শিহাবকে নয়! বিষণ্ন হেসে ভাবে সে,
– পারুর একটা ‘পারফিউম’ ও হতে পারলাম না আমি!
এক বিষণ্ন সাঁঝে, এক ছায়ামানব পাশের এক অচেনা নারীর রেখে যাওয়া সৌরভের ট্রেইল ধরে, দূরের এক চেনা নারীর পরিচিত দেহমনের সুগন্ধি পেতে চায়!
হায় প্রেম! নিষ্ঠুর। বড্ড বেশী।।
_______________________
#পারফিউম_মামুনের_অণুগল্প_৫১৬
হায় প্রেম! নিষ্ঠুর। বড্ড বেশী। >>> অসাধারণ এই বাস্তবতা গল্প দা।
আসলেই বড্ড বেশী নিষ্ঠুর। ধন্যবাদ দিদি। শুভেচ্ছা…

রোম্যান্টিক একটি অণুগল্প। অভিনন্দন মহ. আল মামুন ভাই।
ধন্যবাদ কবিদা'। শুভেচ্ছা…

পরিপাটি এবং অনন্য এক ভাবনাময় লিখা। গল্প নায়ক শিহাব এর জন্য শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা আপনার জন্যও…
