কোন সৃষ্টি নয় স্রষ্টা

কোন সৃষ্টি নয় স্রষ্টা

ভুল করনা, ভুল করনা!
সৃষ্টিকে স্রষ্টা ধরনা!
স্রষ্টা তো তিনিই;
যিনি দিনকে করে রাত,
রাতকে করে দিন!
যাহার কর্ম সীমাহীন!

কোন সৃষ্টি নয় স্রষ্টা!
স্রষ্টা সকল সৃষ্টির উপদেষ্টা!
কোন সৃষ্টি পাইনা স্রষ্টার মান।
কখনো যায়না গাওয়া
কোন সৃষ্টিরগুনগান!
স্রষ্টা তো তিনিই;
যাহার কুদরত সর্বত্রে বিরাজমান!

যিনি সর্ব জ্ঞানে, সর্ব ধ্যানে,
সর্ব কালের মহান।
যিনি সর্ব সৃষ্টির কণ্ঠে
প্রশংসনীয়!
যাহার অবস্থান এক,
অদ্বিতীয়!
তিনিই স্রষ্টা, সৃষ্টির উপদেষ্টা!

(২৭/১০/২০১৮)

কালাম হাবিব সম্পর্কে

কবি কালাম হাবিব ১৯৯৯সালের ৬ই ফেব্রুয়ারি মালদা জেলার অন্তর্গত সাহাবান চক গ্রামে এক নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা লাল মহাম্মদ মিঞা ও মাতা রুকসেনা বিবি। মা বাবার তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। শিক্ষা শুরু হয় সাহাবান চক প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ সালে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ২০০৯সালে বেদরাবাদ হাই স্কুলে ভর্তি হন এবং ২০১৬ ও ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বেদরাবাদ হাই স্কুল থেকেই। তার পর ওই বছরই উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন 'কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'-এ।বর্তমানে পার্শ্বীয় কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'এর বি এ সাম্মানিক বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পাঠরত। কবিতা লেখালেখির হাতেখড়ি দশম শ্রেণি পড়াকালীন , তবে আজও তার বেগ প্রবাহমান! কবির এই লেখালেখি বিশেষ কারও দ্বারা প্রভাবিত নয় বললেই চলে কবিতা পড়তে পড়তে ভাবনা আর সেই ভাবনা লিপিবদ্ধ করার অধীর আগ্রহই হাতে উঠে আসে কলম! কবিতার পাশা পাশি গল্প লেখাতেও কবির রয়েছে বিশেষ আগ্রহ ও মনোযোগ! কবির কবিতায় কথা বলে কলম, শরিয়তের মধ্যে থেকে সঠিক সত্য কল্যাণময় আদর্শের! কোন ভীরুতার ধার ধারেনা, সর্বাবস্থায় আওয়াজ তোলে সজীব তীক্ষ্ণ জীবন্ত দন্ড খান প্রতিবাদের শীর্ষক মাকামে! কবির প্রথম কবিতা "বেআইনি অস্ত্র ” এবং প্রথম গল্প " নৌকা যাত্রীরা"। বর্তমানে পার্শ্ববর্তী কয়েটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন......

3 thoughts on “কোন সৃষ্টি নয় স্রষ্টা

  1. কোন সৃষ্টি নয় স্রষ্টা! স্রষ্টা সকল সৃষ্টির উপদেষ্টা! যথার্থ কথা প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।