পারফিউম_মামুনের_অণুগল্প

বন্ধ পেলেই ঘুরে বেড়ানো শিহাবের অভ্যাসে দাঁড়িয়েছে। দিনভর। আজ যেমন গেলো জাহাংগীরনগর ভার্সিটিতে।

রঙ বে-রঙ এর পোশাকধারী নারী পুরুষ। রঙ কি শুধুই পরিচ্ছদে! মনে নয়? মন যাদের অন্য মনের কয়েদী, তাদের কথা বাদ। মুক্ত মনওয়ালাদের কথাই ভাবছে সে।

কলতানের সামনের রাস্তাটি ধরে হেঁটে আসছে। পথ চলতি আনন্দমমূখর মানুষের ভিতরের একজন মনে হচ্ছে নিজেকে।

বেশ তো! ভালোই লাগছে।

এক নারী ওকে পাশ কাঁটালো। রাস্তা জুড়ে তার ছড়িয়ে যাওয়া সৌরভ! অতিপরিচিত। শিহাবের দেহমন চনমনে আমেজে জেগে উঠলো। উষ্ণ রক্তস্রোত দুর্দম্য হয়ে উঠলো পলকের তরে। সময়ের ঘ্রাণে আপ্লুত হয়ে উঠে শিহাব হাসে নিজের মনে। পারু এই ‘পারফিউম’ ভালোবাসতো!

শিহাবকে নয়! বিষণ্ন হেসে ভাবে সে,
– পারুর একটা ‘পারফিউম’ ও হতে পারলাম না আমি!

এক বিষণ্ন সাঁঝে, এক ছায়ামানব পাশের এক অচেনা নারীর রেখে যাওয়া সৌরভের ট্রেইল ধরে, দূরের এক চেনা নারীর পরিচিত দেহমনের সুগন্ধি পেতে চায়!

হায় প্রেম! নিষ্ঠুর। বড্ড বেশী।।

_______________________
#পারফিউম_মামুনের_অণুগল্প_৫১৬

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

6 thoughts on “পারফিউম_মামুনের_অণুগল্প

  1. হায় প্রেম! নিষ্ঠুর। বড্ড বেশী। >>> অসাধারণ এই বাস্তবতা গল্প দা।

  2. রোম্যান্টিক একটি অণুগল্প। অভিনন্দন মহ. আল মামুন ভাই। :)

  3. পরিপাটি এবং অনন্য এক ভাবনাময় লিখা। গল্প নায়ক শিহাব এর জন্য শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।