শুধু রক্তের রঙ

শুধু রক্তের রঙ

রক্তগুলো ধানশীষের মতো সোনালী রূপালী
আর লাল সবুজ- জলতরঙ্গগুলো খেলা করে
যেমন নৌকার মতো-আঁকাবাঁকা গহীন পথ
তবুও রক্তগুলো সুনামীধারায় মতো বহমান!

কখনো ভাবে না রক্ত ডানাহীন শঙ্খচিল
দূরাকাশের নীল সাদা মেঘগুলির মতো-

একটু মসনদি সবুজ অরণ্যের বুকে রঙমাখা
কৃর্তজ্ঞার লেশহীন- বেঁচে থাকার জন্য
শুধু রক্তকমল ! এতোটুকু ঝিলমিল !
রক্তের চারিধার হিংস্র মসনদি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “শুধু রক্তের রঙ

  1. জীবন চলুক সৎ এবং সততায়। শুভেচ্ছা প্রিয় বাউল কবি। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।