শুধু রক্তের রঙ
রক্তগুলো ধানশীষের মতো সোনালী রূপালী
আর লাল সবুজ- জলতরঙ্গগুলো খেলা করে
যেমন নৌকার মতো-আঁকাবাঁকা গহীন পথ
তবুও রক্তগুলো সুনামীধারায় মতো বহমান!
কখনো ভাবে না রক্ত ডানাহীন শঙ্খচিল
দূরাকাশের নীল সাদা মেঘগুলির মতো-
একটু মসনদি সবুজ অরণ্যের বুকে রঙমাখা
কৃর্তজ্ঞার লেশহীন- বেঁচে থাকার জন্য
শুধু রক্তকমল ! এতোটুকু ঝিলমিল !
রক্তের চারিধার হিংস্র মসনদি।
এভাবেই চলুক আপনার ক্ষুরধার কলমখানি।
শ্রদ্ধেয় কবি জানবেন শুভেচ্ছা সতত।
জীবন চলুক সৎ এবং সততায়। শুভেচ্ছা প্রিয় বাউল কবি। ধন্যবাদ।
শুভেচ্ছা কবি লিটন ভাই।
ধন্যবাদ কবি দা।
বাহ ! শুধু রক্তের দাগ !