শব্দ ভাঙার শব্দ
তুমি আসবে …
কথাটা জানাজানি হবার পর
এক ঝাঁক পাখির ব্যস্ততা বেরে গেছে কয়েকগুণ
শুকিয়ে যাওয়া নদীটিতে ফিরে আসে স্রোতপ্রবাহ
শীতের সকালে কুয়াশার চাদর আরো একটু বেশী সময় স্থায়ী হয়
এই আমি খুব সকালে হাটতে বের হই,
উচ্ছাসের রাজ্যজয় করে এক কাপ গরম চায়ে
মুখ পুড়িয়ে ফেলি প্রায়।
আগে কখনোই গরম চায়ে অভ্যাস ছিলো না।
তোমার কথা ভেবে শীতের ভোরে
হাঁটু জলে দাঁড়িয়ে আছে ধ্যানরত সাদা বক,
শীতের বাতাসে শরীরের পালক হয়তো খসে পরে,
উড়ে যায় দূরে, ডানার শক্তি হারায় ক্রমশ
ঘাস ফড়িং এর দল ছোট ছোট লাফ দিয়ে ক্রমশ দূরে চলে যায়
অপেক্ষার প্রহর অনাদিকাল ডেকে আনে মস্তিষ্কের শিহরণে।
অপেক্ষায় অপেক্ষা করি উষ্ণতায়
অপেক্ষা শিহরণের, অপেক্ষা স্রোতে ভেসে যাবার আর
আক্ষেপ সময়ের হারিয়ে যাবার সৌখিন বিলাস।
বুকের মাঝে গলার কাছে কিছু একটা আটকে আছে,
ঠোঁটের কাছে জমে আছে একরাশ শব্দ।
শব্দের আকুতি নীড় খুঁজে পায় না।
তবুও জেগে আছি অপেক্ষার শব্দ ভাঙার শব্দের আশায়
কুয়াশার অাবরনে, তবুও আশায় থাকি কাদাজলে হেঁটে যাবার,
তবুও হেঁটে যাই পোড়া মাটির গন্ধো নিয়ে আগুনের উনুনের কাছে।
সেই অাগুন থেকে আর ফিরে আসা হয় না বাস্তবিক জীবনে।
তুমিও আসবে আর আমিও পুড়তে থাকি একরোখা কাঠের উনুনে।
"অপেক্ষায় অপেক্ষা করি উষ্ণতায়
অপেক্ষা শিহরণের, অপেক্ষা স্রোতে ভেসে যাবার আর
আক্ষেপ সময়ের হারিয়ে যাবার সৌখিন বিলাস।"
এভাবেই হারিয়ে যায় আমাদের ক্ষয়িষ্ণু সময়। দিন যায় … যায় দিন।
অনেক অনেক ধন্যবাদ প্রিয়
কোথায় হারিয়ে যান খেয়ালী মন ভাই।
আপনার লেখায় আমি অসম্ভব সারল্য খুঁজে পাই; অন্য কারু লেখায় তেমনটা কিন্তু বিরল। আপনার লিখা আরও নিয়মিত পড়তে পারবো এইটা বিশ্বাস করতে চাই। কুবিতায় সুন্দর প্রয়াস। 
অনেক ধন্যবাদ ভাই কুবিতায় সারল্যতা থাকাই কুবিতা, অভিধান নিয়া যদি কবিতা পরতে হয় তাইলে তো….
ভলোবাসা ও শুভকামনা থাকলো

তুমিও আসবে আর আমিও পুড়তে থাকি একরোখা কাঠের উনুনে।
দারুণ কাব্য গাঁথা প্রিয় মন দা। সেভারেল টাইম অল অফ উই আর মিস ইউ।
আমিও এখানকার সকল বন্ধুদের মিস করি
ব্যস্ততাই খুবলে খায় জীবনের জল
ভালো থাকবেন।
বাহ ! চমৎকার শব্দ ভাঙ্গার শব্দ,
তুমিও আসবে আর আমিও পুড়তে থাকি একরোখা কাঠের উনুনে।- দহন করার শক্তি কবিদেরই থাকে
অনেক অনেক ধন্যবাদ কবি, কবিদের দহন করার যে শক্তি আছে তার থেকে বেশী শক্তি আছে দহন হবার
ভালো থাকবেন