যাচ্ছে বছর আসছে বছর
একটা বছর গেল
দিয়ে গেল হুড়ো,
আমি তো ইয়ং হলাম
তুমি হলে বুড়ো।
বছরের গায়ে গায়ে
বারোমেসে আঁশ
কেউ বস হাসি দেয়
কেউ দেয় বাঁশ।
আসে যায় গুলি খায়
বছরের সার
তেলামাথা তেল খায়
খড়িওঠা ঝাড়।
কেউ ওঠে, বেশিরাই
কেবলই নামে
তবু আশা কি আছে
নতুনের খামে!
আশাতেই বাঁচে চাষা
আশায় মানুষ
আশাতেই ওড়ে নিউ
ইয়ার ফানুস।
ভালো থেকো ভালো কর
বিশশো উনিশ
আজ কাল ভুলে থাকো
আমরা ফুলিশ।
চমৎকার লিখেছো প্রিয় কবি প্রিয় সৌমিত্র।
* প্রিয় কবি দা, বছরের শেষ এবং শুরুতে বেশ ব্যস্ত ছিলাম। তাই আসতে পারিনি ব্লগে।
শুভ কামনা সবসময়।
আপনাকে মিস করেছি কবি হুসাইন ভাই। শুভ নববর্ষ।
দারুণ লিখেছেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। দাদা, আমি সময়ের অভাবে আপনার লেখা পরা হয় না। খুবই মিস করছি। আপনি মনে কিছু নিবেন না ।
হবে ''পড়া'' হয়েছে 'পরা'। শোধরে নিবেন দাদা।
আপনার জন্য শুভকামনা নিতাই বাবু। ধন্যবাদ।
বছর শেষের ছড়া ভালো লেগেছে।
ধন্যবাদ মরুভূমি ভাই।
সৌমিত্র দা,
"কেউ ওঠে, বেশিরাই
কেবলই নামে
তবু আশা কি আছে
নতুনের খামে!"
চমৎকার ! কবিতা দুরন্ত হয়েছে ।নতুন বছরের অনেক শুভেচ্ছা ।
বিনীত শুভেচ্ছা কবি খন্দকার ইসলাম ভাই।