যাচ্ছে বছর আসছে বছর

যাচ্ছে বছর আসছে বছর

একটা বছর গেল
দিয়ে গেল হুড়ো,
আমি তো ইয়ং হলাম
তুমি হলে বুড়ো।

বছরের গায়ে গায়ে
বারোমেসে আঁশ
কেউ বস হাসি দেয়
কেউ দেয় বাঁশ।

আসে যায় গুলি খায়
বছরের সার
তেলামাথা তেল খায়
খড়িওঠা ঝাড়।

কেউ ওঠে, বেশিরাই
কেবলই নামে
তবু আশা কি আছে
নতুনের খামে!

আশাতেই বাঁচে চাষা
আশায় মানুষ
আশাতেই ওড়ে নিউ
ইয়ার ফানুস।

ভালো থেকো ভালো কর
বিশশো উনিশ
আজ কাল ভুলে থাকো
আমরা ফুলিশ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

11 thoughts on “যাচ্ছে বছর আসছে বছর

  1. * প্রিয় কবি দা, বছরের শেষ এবং শুরুতে বেশ ব্যস্ত ছিলাম। তাই আসতে পারিনি ব্লগে। 

    শুভ কামনা সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনাকে মিস করেছি কবি হুসাইন ভাই। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ লিখেছেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। দাদা, আমি সময়ের অভাবে আপনার লেখা পরা হয় না। খুবই মিস করছি। আপনি মনে কিছু নিবেন না । 

      1. আপনার জন্য শুভকামনা নিতাই বাবু। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. সৌমিত্র দা,

    "কেউ ওঠে, বেশিরাই
    কেবলই নামে
    তবু আশা কি আছে
    নতুনের খামে!"

    চমৎকার ! কবিতা দুরন্ত হয়েছে ।নতুন বছরের অনেক শুভেচ্ছা ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।