অমরত্ব

অমরত্ব

জীবন মানে কি?
এখন মুখোমুখি বাস্তবতা-
উপভোগ করার সময়;
তবুও চলতে হবে!

তোমার নামে রঙ ছড়াবে
সব রঙে রঙিন হবে-

কার গায়ে লাল
কারো গায়ে সবুজ-
এতো জীবন রঙধনু;

মেঘ শূন্য একই গন্তব্য –
উড়তে হবে- হায় জীবন
তুমি অমরত্ব হও।

১৩ মাঘ ১৪২৫, ২৬ জানু’১৯
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অমরত্ব

  1. লিখা সুন্দর হয়েছে কবি মি. আলমগীর সরকার। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।