অমরত্ব
জীবন মানে কি?
এখন মুখোমুখি বাস্তবতা-
উপভোগ করার সময়;
তবুও চলতে হবে!
তোমার নামে রঙ ছড়াবে
সব রঙে রঙিন হবে-
কার গায়ে লাল
কারো গায়ে সবুজ-
এতো জীবন রঙধনু;
মেঘ শূন্য একই গন্তব্য –
উড়তে হবে- হায় জীবন
তুমি অমরত্ব হও।
১৩ মাঘ ১৪২৫, ২৬ জানু’১৯
——————————-
লিখা সুন্দর হয়েছে কবি মি. আলমগীর সরকার। শুভ সন্ধ্যা।
জ্বি মুরুব্বী দা
ভাল থাকুন———
অভিনন্দন কবি লিটন ভাই।
অভিনন্দন কবি বাবু।