জন্মদিন

জন্মদিন ।। দাউদুল ইসলাম

মাঘ মাসে আমার জন্মদিন আসে। সে দিন সারাদিন মন হিসাব কষে। দোষে-প্রদোষে ভাসে। কিসের বশে মগ্ন জীবন। কিসে কেটেছে সোনালি দিন? কোন দহনে পুড়েছে যৌবন,
কোন কারণে গিয়েছি শূন্যবাসে, কোন শ্রমণে হেঁটেছি দীর্ঘ পথ, কোন প্রাণে লেগেছে গহন।
সে দিন কাঁদি নির্জনে বসে, অসীম হতাশে, উদাসী মন। বাউলা পবনে বাঁধি সুর, বাঁধি নিভৃতের ক্রন্দন, বাঁধার সময় বাঁধতে পারি নাই যারে, চিনি নাই পর- চিনি নাই আপন।
যে মোহনায় জমে শঙ্খনিনাদ, যে সাধনায় কান্দে বেহুলা- উন্মাদ লখিন্দর, যে কুঞ্জবনে শিশির নামে- অশ্রুত স্বর; আমি পারি নাই থামাতে সেই আহাজারি, ভেঙ্গে গেছে অন্তর অভ্যন্তর!…

জানিনা কতটা এসেছি, আর কতটা পথ আছে বাকী। আগামী জন্মদিনে পৌঁছুবে কি জীবন?
না থাক!… আজ বরং সেই হিসেব টা তুলে রাখি।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “জন্মদিন

  1. "যে মোহনায় জমে শঙ্খনিনাদ, যে সাধনায় কান্দে বেহুলা- উন্মাদ লখিন্দর, যে কুঞ্জবনে শিশির নামে- অশ্রুত স্বর; আমি পারি নাই থামাতে সেই আহাজারি!"

    ___ অসাধারণ উচ্চারণ প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শুভ হোক শুভ জন্মদিন। বেঁচে থাকুন কর্ম আর জীবনে অনন্ত কাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।