নিহত শব্দের পদাবলি
বেশ কিছুদিন নিহত হয় ….. আমার কেবলই কিছু
অভব্য অব্যয় পদের কথা মনে হয়
এই যেমন…. যদি, গদি, তবে, কিন্তু, এবং, বরং
এই জাতীয় আরও কিছু কিছু বেহায়া শব্দঝুড়ি!
একদিন ক বলতে ম বলে ফেলায় মস্তবড় প্রমাদেরা
আমোদ প্রমোদে মেতে উঠেছিলো
আর এখন যদি বলতে আমি পুরোদস্তুর গদিকে বুঝি
ভালোবাসা বলতে কেবল বর্ণমালার চোরাচালানকেই
বুঝি!
তবুও…….
আজকাল কিছু নিষ্পৃহ নীরবতা নীরবে নিষ্পেষিত
হয়
আমিও ফাঁকতালে ভালোবাসার চোরাকারবারি হই
তবুও কেউ কেউ তসবি হাতে তদবিরের নামজারি
করতে ব্যস্ত হয়
আমি ভুলেও আর বর্ণমালার কবিতা লিখি না!!
কে তবে জানে না….
যে অব্যয়ের বোধ জলে ফিরে গেছে,
সে আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না!
আবারও বলি মাতৃভাষার কদর বুঝে না কোন শালা?
তবুও কেনো নীরবে কাঁদে আমার প্রাণের বর্ণমালা?
কবিতায় আমার অনুক্ত উচ্চারণের পদাবলী।
আন্তরিক ধন্যবাদ কবি
যে অব্যয়ের বোধ জলে ফিরে গেছে,
সে আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না! ___ এখানেও আমাদের বাস্তবতা।
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া
নান্দনিক একটি কবিতা নিঃসন্দেহে।
আন্তরিক ধন্যবাদ কবি দি