পরিচয়
কবির মুখের বেপরোয়া হাসির নাম
যদি হয় কবিতা,
তবে কান্নার নাম ও কবিতা :
কষ্টের নাম কবিতা
বেদনার নাম কবিতা
আমিও কান্না হব কবিতার শুকনো চোখের ,
আমিও পুড়বো ভীষণ গভীর মনে নীরবে ..
আমিও জ্বলবো দেখো যন্ত্রণাতে ;
শুধু কবির ও ঠোঁটের হাসি আমি হব না………
31.01.2019
অসংখ্য ধন্যবাদ আজাদ ভাইয়া ।শুভ কামনা ।
বেশ লিখেছেন কবি দিদি ভাই। অভিনন্দন।
অনুপ্রাণিত হলাম কবি দি ' ভাই। শুভেচ্ছা সতত।
বাহ্ হাসনাহেনা রানু বোন।
ধন্যবাদ কবি সৌমিত্র দাদা। শুভ কামনা।
আমিও কান্না হব কবিতার শুকনো চোখের ,
আমিও পুড়বো ভীষণ গভীর মনে নীরবে ..
আমিও জ্বলবো দেখো যন্ত্রণাতে ;
* চমৎকার…
আন্তরিক শুভেচ্ছা কবি বন্ধু দিলওয়ার হুসাইন।
শুভেচ্ছা প্রতিনিয়ত।