প্রাণের ছোঁয়া

এইখানে এই কুঞ্জবনে
তুমি আমি দুইজনে,
বাকীটা জীবন কাটিয়ে যাবো প্রিয়ে
সঙ্গে রবে দিবা-রাত্র
অকৃত্রিম এক প্রণয় মাত্র
মধুময় এক উষ্ণ ছোঁয়া নিয়ে!

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

13 thoughts on “প্রাণের ছোঁয়া

      1. সময় যেন প্রতিটি মুহূর্তে  জীবন থেকে এক্টূ একটু করে সুখের অংশ সরিয়ে নিচ্ছে

  1. তুমি আমি দুইজনে,
    বাকীটা জীবন কাটিয়ে যাবো প্রিয়ে। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।