এইখানে এই কুঞ্জবনে
তুমি আমি দুইজনে,
বাকীটা জীবন কাটিয়ে যাবো প্রিয়ে
সঙ্গে রবে দিবা-রাত্র
অকৃত্রিম এক প্রণয় মাত্র
মধুময় এক উষ্ণ ছোঁয়া নিয়ে!
13 thoughts on “প্রাণের ছোঁয়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এইখানে এই কুঞ্জবনে
তুমি আমি দুইজনে,
বাকীটা জীবন কাটিয়ে যাবো প্রিয়ে
সঙ্গে রবে দিবা-রাত্র
অকৃত্রিম এক প্রণয় মাত্র
মধুময় এক উষ্ণ ছোঁয়া নিয়ে!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্ত হলেও সুন্দর।
অনেক দিন পর –
কেমন আছেন আপনি!
সময় যেন হারিয়ে গেছে। তারপরও ভালো আছি।
সময় যেন প্রতিটি মুহূর্তে জীবন থেকে এক্টূ একটু করে সুখের অংশ সরিয়ে নিচ্ছে
তুমি আমি দুইজনে,
বাকীটা জীবন কাটিয়ে যাবো প্রিয়ে। বাহ্।
অসংখ্য শুভেচ্ছা জানবেন সৌমিত্রদা
ভালো লিখেছেন মি. সেতুবন্ধন।
কেমন আছেন আজাদ ভাই!
ইয়েস মি. বন্ধন। আমি ভালো আছি। থ্যান্কস।
বেশ রোম্যোন্টিক কবিতা কবি দাদা।
এইটুকুইতো জীবনের খোরাক
মধুময় উষ্ণ ছোঁয়ায় থাকুন আজীবন এই শুভেচ্ছা রেখে গেলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই