তুমি – ৩
তুমি আমাকে দিতে পার একমুঠো অনন্ত সবুজ বিশ্বাসের শেকড় —
একটি নীল গোলাপ ফোঁটার সুখ
শিশির সিক্ত একটি সাদা ঘাস ফুল ,
কোন দূর্লভ মূহুর্তের একটি দু’টি দিন
একটি পড়ন্ত বিকেল বেলা
মধ্যরাতে লেখা একটি কবিতা স্বপ্ন রঙিন!
তুমি আমাকে দিতে পার — নির্জন নদীর তীরে বেড়ে ওঠা একমুঠো কাশফুল,
প্রকৃতির সবুজ ঠোঁটের পাতায় –
লাবণ্য ছুঁয়ে দেয়া মূহুর্ত :
রাত্রির দর্পণে ঝুলে থাকা স্থির চিত্র
নীড় বাঁধা দু’একটি চড়ুঁই পাখির চোখের স্বপ্ন
বাবুই পাখির শিল্পীত ঠোঁটে
সাজানো নীড়ের গল্প ;
তুমি আমাকে দাও …
মোনালিসার ঠোঁটে আধ ফোঁটা কুঁড়ি হাসির রহস্য —
দিনের আলোয় জ্যোৎস্নার ধাঁ ধা !
শান্ত দীঘির জলে কলমি লতার বেড়ে ওঠা বিকেল —
ভোরে শিশির স্নাত গোলাপ ফোঁটার রহস্য কথা
শুকনো পাতার ঝরে পড়া কান্না !
এই তুমি আমাকে দাও — সুখী নদীর বুকের এক মুঠো
শুকনো বালুর হাহাকার !
স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে মূহু মূহু স্বপ্ন ভাঙ্গার কষ্ট ,
ফাগুনের দুপুর বেলা মেঘের পাশে হিজল বনের ছায়া
বৃষ্টি ভেজা শ্রাবণ বিকেলের সুখানুভূতি —-
তুমি আমাকে দাও এক পৃথিবী তোলপাড় করা রোমান্টিক প্রেমের গল্প কথা !
31.01.2019
তুমি আমাকে দিতে পার — নির্জন নদীর তীরে বেড়ে ওঠা একমুঠো কাশফুল,
প্রকৃতির সবুজ ঠোঁটের পাতায় –
লাবণ্য ছুঁয়ে দেয়া মূহুর্ত :
দারুণ রোম্যান্টিক দিদি ভাই।
রিয়া কবি দি' ভাই অনুপ্রাণিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা।
তুমি আমাকে দাও এক পৃথিবী তোলপাড় করা রোমান্টিক প্রেমের গল্প কথা !
পেয়ে যান এই প্রত্যাশা করি বোন হাসনাহেনা রানু। অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত্র দাদা। ভালো থাকুন সবসময়।
জীবনের অর্থ কি … !! তুমি ছাড়া। অভিনন্দন প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
ঠিক তাই …! আন্তরিক ধন্যবাদ প্রিয় আজাদ ভাইয়া।শুভ কামনা সহ শুভ রাত্রি।
সুন্দর।
শুভেচ্ছা সতত।কবি বন্ধু শাকিলা তুবা ।
বৃষ্টি ভেজা শ্রাবণ বিকেলের সুখানুভূতি
শিশির স্নাত
পুষ্প ফুটার আত্মকথায় ভোরের জ্যোতি
শুভেচ্ছা
প্রীতিময় শুভেচ্ছা নতুন বন্ধু সেতুবন্ধন। অসংখ্য ধন্যবাদ ।