অনুকাব্য – স্বরচিত ভুল
ভুলে যাই
ভুলে থাকি
ভুলে ভুলে ভালোবাসি,
ভুল হয়
ভুল করে
ভুলে ভুলে কাছে আসি
ছোট ভুলে
ভুল বুঝে
আমি-তুমি দূরে থাকি
ভুলে থাকিস
ভুলে যাই
ওপারে ভালোবাসিস।
অনুকাব্য – স্বরচিত ভুল
ভুলে যাই
ভুলে থাকি
ভুলে ভুলে ভালোবাসি,
ভুল হয়
ভুল করে
ভুলে ভুলে কাছে আসি
ছোট ভুলে
ভুল বুঝে
আমি-তুমি দূরে থাকি
ভুলে থাকিস
ভুলে যাই
ওপারে ভালোবাসিস।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অভিনন্দন মি. এন জামান।
অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা রইলো।


দাদা মেলায় আছি প্রতিদিন নোলক প্রকাশনের সামনে চায়ের দাওয়াত রইলো
চমৎকার এন জামান ভাই। শুভেচ্ছা রইলো।
অশেষ ধন্যবাদ প্রিয়, ভালো থাকবেন
অভিনন্দন অভিনন্দন জামান দা।
অশেষ ধন্যবাদ , ভালো আছেন দিদি?? ভালো থাকুন সবসময়।
