হায় হায়

নিমতলী আর চুরীপট্রী
জীবন পাতায় ট্রেজেটি!
মিলবে না আর প্রণয়গীতি
অসঙ্গতি নিমতলী চুরীপট্রী;
মেঘ ভাসিল-আকাশ কাদিল

জলের বড় থৈ থৈ- শোকাহত
অন্তরচাপা আগুন পুড়া কেমন
সহ্;বোধের জ্বালা ভূতের আড়ি
ধোঁয়ার গন্ধ নাকে ভারি ভারি-
হায় হায় শুনল না -না ফেরা বাড়ি।

১১ ফাল্গুন ১৪২৫,২৩ ফেব্রু’১৯
—————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “হায় হায়

  1. স্বজনহারা মানুষের আর্তনাদ আর মর্মান্তিক এক দূর্ঘটনার স্বাক্ষী হয়ে রইলাম আমরা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।