… মধুর ক্ষণ


হারিয়ে যাওয়া মধুর ক্ষণ
ছেলে বেলার দিন;
দুষ্ট মনটা কষ্ট খুঁজে
বাড়িয়ে দেয় ঋণ।

খুঁজি আজও ও-ই সময়টা
লুকিয়ে করা দেখা;
মনটা আজও আনচান করে
পাইতে তোমার লেখা।

খুঁজতাম তোমায় প্রাণের সখী
আপন করে একান্তে;
আজও খুঁজি ঐ সময়টা
যদি তুমিও জানতে!

তোমায় তখন পেতাম যদি
মধুময় ওই দিনে;
আদর সোহাগ সবই দিতাম
বাঁধতাম প্রাণের সনে।

হারিয়ে যাওয়া দুরন্ত দিন
গেলো কোথায় বলো!
আমি তোমার প্রাণেই থাকি
খোল আঁখি খোল।

হারিয়ে যাওয়া মধুর ক্ষণ
দিবে কী ফিরিয়ে;
যাব আবার মধু বনে
সখী তোমায় নিয়ে।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

10 thoughts on “… মধুর ক্ষণ

  1. সহজ সারল্যে আপনার কবিতা গুলোন অসম্ভব ফুটে উঠে। পড়তে ভালো লাগে।
    অভিনন্দন মি. এইচ এম শরীফ। অভিনন্দন জানবেন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. মন্তব্যে  আপ্লুত হলাম সুপ্রিয় আজাদ ভাই।

      শুভেচ্ছা জানবেন দাদা। ভালো থাকুন অনেক অনেক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রথমত :চোখটা দেখে ভয় পেয়েছি।পর মূহুর্তে কবিতার ভুবনে হারিয়ে গিয়েছি। সুন্দর প্রকাশ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. মন্তব্যে অনেক  প্রণোদিত হলাম।

      শুভেচ্ছা জানবেন কবি। ভালো থাকুন অনেক অনেক।

  3. আপনার লেখার সারল্যে আমার শুধু থাকে অপার মুগ্ধতা। শুভেচ্ছা কবি শরীফ দা। :)

    1. মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন রিয়াদি।

      শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন অনেক অনেক।

  4. হারিয়ে যাওয়া দুরন্ত দিন
    গেলো কোথায় বলো!
    আমি তোমার প্রাণেই থাকি
    খোল আঁখি খোল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. মন্তব্যে  কৃতজ্ঞতা সৌমিত্রদা।

      শুভেচ্ছা জাবেন।

  5.  স্মৃতির টানে আজও বিমূঢ় দারুন একটি ট্যাগ লাইন। ভালো থাকবেন কবি।

    1.  মন্তব্যে প্রাণে লাগলো দোলা কবি বোন শাকিলা তুবা! কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন অনেক অনেক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।