নীরব ব্যথা

বনফুল আর আশালতা
পাখপাখালির গুঞ্জন সেথা;
খাঁচার পাখি কয় না কথা
শুনব তাদের মনের ব্যথা।

ছড়ার বুকে আঁকব আজি
সবার বুকের দুঃখরাজি;
কষ্টের মাঝে জীবন যাদের
দুঃখই জীবন সঙ্গী তাদের।

গাছের দুঃখ, মাছের দুঃখ
পদ্মা নদীর শুকনো বক্ষ;
পদ্মার বুকের আহারাজি
মাতৃ ভূমির জীবন বাজি।

বাবা্র দুঃখ, মায়ের দুঃখ
বৃদ্ধাশ্রম আজ বাঁচার কক্ষ!
খাবার নিয়ে যুদ্ধ যাদের
যুদ্ধই জীবন, দুঃখ তাদের।

থাকার দুঃখ, খাওয়ার দুঃখ
জীবন নদীর নেই যে লক্ষ্য;
পথের ধারে আশ্রয় যাদের
মানুষ কী সে ভাবছ তাদের!

আশ্রয়হীনদের কষ্টের পাহাড়
দুঃখ তাদের নেই যে আহার;
ওরা মানুষ ভাগ্য যাদের
বঞ্চনা দিলো দৈব তাদের।

দীপ জ্বালিয়ে আশার আলো
জ্যোতি করো না ঘরটা কালো;
সবে মিলে প্রাণপণে চেষ্টা’
এসো না গড়ি মায়ের দেশ’টা।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

16 thoughts on “নীরব ব্যথা

  1. কবিতা বাদেও আপনার আহবান অসাধারন। আমিও বলি >

    আসুন দেশকে ভালোবাসি, সাথে দেশের মানুষকেও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপামর জনতা সবার আহ্বান অভিন্ন হোক-আসুন দেশকে ভালোবাসি, সাথে দেশের মানুষকেও।

      শুভেচ্ছা জানবেন কবি বোন সাজিয়া আফ্রিন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. খুব সুন্দর লেখেন আবারও স্বীকার করছি কবি শরীফ দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন কবি বোন রিয়া।

      ভালো থাকুন অনেক অনেক।

  3. দীপ জ্বালিয়ে আশার আলো
    জ্যোতি করো না ঘরটা কালো;
    সবে মিলে প্রাণপণে চেষ্টা’
    এসো না গড়ি মায়ের দেশ’টা।

    সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না। দেশকে ভালোবাসতে হবে। অভিনন্দন কবি এইচ এম শরীফ ভাই।

    1. ## "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না। দেশকে ভালোবাসতে হবে।''

      ঠিক বলেছেন দাদা সৌমিত্র!

      শুভেচ্ছা ও কৃতাঞ্জলি জানবেন। ভালো থাকুন।

  4. কবিতা বলি আর ছড়া পদ্যই বলি পড়ে গেলাম ভাই। ভালো থাকুন সর্বদা।

    1. সালাম জানবেন বোন কবি শাকিলা তুবা! ভালো আছেন আশা করছি!

      শুভেচ্ছা এবং কৃতাঞ্জলি জানালাম। ভালো থাকুন অনেক অনেক।

  5. সবে মিলে প্রাণপণে চেষ্টায় আসুন গড়ি মায়ের দেশ’টা।

    অফটপিক : আপনাকে প্রায়ই দেখি শব্দনীড়ে আপনার আইডি'র পাসওয়ার্ড রিসেট করতে। পাসওয়ার্ড কি আপনি হারিয়ে ফেলেন নাকি অন্য কোন সমস্যা হয় লগিন করতে; আমাকে মেইল করে জানাতে পারেন। ধন্যবাদ। [email protected]

    1. ##"সবে মিলে প্রাণপণে চেষ্টায় আসুন গড়ি মায়ের দেশ’টা।"

      শুভেচ্ছা  এবং সশ্রদ্ধ ভালোবাসা জানালাম সুপ্রিয়  আজাদ ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. চমৎকার সুন্দর উপস্থাপনা।

    মুগ্ধতা রেখে গেলাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1.  মন্তব্যে  আপ্লুত হলাম নূর ইমাম ভাই। 

      শুভেচ্ছা জানবেন।ভালো থাকুন অনেক অনেক।

      1. বনফুল আর আশালতা 

        পাকপাখালির গুঞ্জন সেথা ;

        খাঁচার পাখি কয় না কথা

        শুনব তাদের মনের ব‍্যথা ।

        মনের ব‍্যথায় ,ছড়ায় ছড়ায় নীরব কথায় ..হয়ে গেল

        নীরব ব‍্যথার দারুণ ছড়া । চমৎকার প্রকাশ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

         

         

  7. বনফুল আর আশালতা 

    পাকপাখালির গুঞ্জন সেথা ;

    খাঁচার পাখি কয় না কথা

    শুনব তাদের মনের ব‍্যথা ।

    মনের ব‍্যথায় ,ছড়ায় ছড়ায় নীরব কথায় ..হয়ে গেল

    নীরব ব‍্যথার দারুণ ছড়া । চমৎকার প্রকাশ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

     

    1. মন্তব্যে প্রাণোদিত করেগেলেন ।

      আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বোন রাণু।

      ভালো থাকুন এবং সুখ পাখিটা খাচায় বন্দি হোক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।