মামুনের অণুগল্প : শূণ্য

শূণ্য

একটা পর্দা। দুটি দেহ। এক হতে চেয়েছিল অনেকের সাথে থেকেও। একজনের ভুলের কারণে বিচ্ছিন্ন হল। চাইলেই তাঁরা এক হতে পারে।

দূরত্বটা বেশী ছিল না। কিন্তু সংকোচ ওদের ভিতর এতোটা দুরত্ব এনে দিলো… পর্দার আড়াল থেকেও অ…নে…ক অনেক দূরে সরে গেল তাঁরা। এতোটা দূরে সরে যাবে কল্পনায় ও আসেনি তাদের! এখন ভাবে, পর্দার বাইরেই তো ভাল ছিল!

‘Every time we touch
I get this feeling
Every time we kiss
I swear I can fly
Can’t you feel
My heart beat, so..
I can’t let You go
Want You in my life..’

“মানুষের হৃদয়, বিবেক, স্বপ্ন আর আশা তার সুখ দুঃখ গুলির মতোই মানুষের নিজের কাছে থেকে যায়। কেউ চাইলেই শূণ্য হতে পারে না “- শিহাবকে অনেক আগে কেউ একজন বলেছিল।

সেই থেকে নিজেকে শূণ্য করার চেষ্টায় ব্যতিব্যস্ত রেখেছে শিহাব। হৃদয় আর বিবেকের গলা টিপে ধরে দুঃখগুলো দূরে তাড়াতে চাইছে। সুখগুলো স্বপ্নভঙ্গের কারণে আগেই আশাহীন হয়ে সেই ‘কেউ একজনের’ পিছু পিছু চলে গেলো। সেই থেকে যদিও একা… কিন্তু শূণ্য হতে পেরেছে কি?

_____________
#মামুনের_অণুগল্প

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

12 thoughts on “মামুনের অণুগল্প : শূণ্য

  1. "মানুষের হৃদয়, বিবেক, স্বপ্ন আর আশা তার সুখ দুঃখ গুলির মতোই মানুষের নিজের কাছে থেকে যায়। কেউ চাইলেই শূণ্য হতে পারে না।" শিহাব ঠিকই শুনেছিলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দারুণ অণুগল্প মহ. আল মামুন ভাই। :)

    1. আপনার জন্য অনেক ভালোবাসা প্রিয় কবিদা'। অনেক ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif​​​​

  3. যেন অসাধারণ একটি বার্তা উঠে এসেছে। আপনার জন্য একরাশ শুভেচ্ছা প্রিয় গল্প দা।

    1. ধন্যবাদ প্রিয় রিয়াদি'। আপনাদের জন্যও নিরন্তর শুভেচ্ছা। ভালো থাকুন সবাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. নিরাশা আর হতাশার জীবন! আশা নেই, মনে ব্যথা আছে ! 

    লেখককে ধন্যবাদ। 

    1. আশা-নিরাশাকে সাথে নিয়েই চলে জীবন। তাই জীবন এত সুন্দর!

      স্বাগতপ্রিয় ভাই আপনাকে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

  5. সুখগুলোর স্বপ্নভঙ্গ সহসাই ঘটে মামুন ভাই।

    1. জি ভাইয়া, সহমত আপনার সাথে।

      স্বাগত আমার ব্লগে। ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

মন্তব্য প্রধান বন্ধ আছে।