মনে পরে কি ?

মনে পরে কি ?

তোমার কি মনে আছে?
ঔ যে পাশে একটা আতার গাছ ছিল-
রোজ আতা চুরি করে খেয়েছি
আমি তো খেতেই পারিনি
তবে কলা, তেঁতুল ভর্তা বেশ পছন্দের ছিল
তারপর সেই ভদমদাড়, গোল্লাছুট, বৌছি,
খেলা যেনো ছুঁয়ে যেত সন্ধ্যার হাহাকার;
সেই দাদীর কথা খুব মনে আছে
কত বার দৌড়ানি তারা খেয়েছি- কত ঝগড়া ?

তোমার কি মনে পরে-
আজ থেকে কত বছর উঠানে বড়োই গাছ
কত বড়োই পেরেছি তোমাকেও দিয়েছিলাম
আম, জাম আমাদের গাছের আমড়া,
রোজ তোমার কাছে পাঠাতাম-
মনে পরে- খুব মনে পরে- আজ! যেন আকাশ শূন্য মেঘ
জানি কেমন করে শুধু তারাকে ছুঁইতে চাই !
পূর্ণিমা রাতের ঝিঁঝিপোকার সাথে মিশতে চাই
তবুও যদি তোমার মনে পরে।

০২ চৈত্র ১৪২৫, ১৬ মার্চ’১৯
—————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মনে পরে কি ?

  1. যাপিত জীবনের কথা কাব্য। কবিতা প্রয়াশের শুভেচ্ছা কবি আলমগীর সরকার।

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–

  2. যার উদ্দ্যেশে লিখেছেন তিনি নিশ্চয়ই মনে করতে পারবেন কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–

  3. জীবন কত দ্রুতই না বদলে যায়। ভাল থাকুন কবিবাবু।

    1. জ্বি রিয়া দিদি 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।