শত অনুরাগের জ্যোৎস্না
হীম শীতে এক টুকরো রৌদ্দুর বাসনা
এই আমাকে পেয়ে বসেছে
কবিতার মতোই …
গভীর রাতে শব্দহীনতার নৈঃশব্দ্যে কবিতা পড়া
কবিতা লেখা —
এ আমার নেশার মতোই হয়ে গেছে।
রাতের স্তব্ধতার আড়াল ভেঙ্গে
কবিতা লিখতে আমার ভীষণ ভাললাগে!
নিঃশব্দ রাতের আলাদা একটা সৌন্দর্য আছে,
চারিদিক অন্ধকার
সুনসান প্রকৃতি :
চেনা আকাশ, অচেনা মেঘ
নীল কষ্ট আর নিঃশ্ছিদ্র অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে
মেঘ রোদ্রের লুকোচুরি খেলা চলে অবিরত।
খোলা জানালার পাশে কুয়াশার সাদা ধোঁয়ায় দৃষ্টি
আটকে গেছে বহুবার,
এ অনেক পুরনো দিনের কথা !
কুয়াশার সাদা ধোঁয়া শিশুবেলার প্রজাপতি ধরার নেশার মতোই,
খুব ছুঁতে ইচ্ছে করলো —
সব কিছুই স্বপ্নের মতো লাগছিল
শিশুবেলা কেমন ছিল,
আর আজ কেমন আছি —
কত বিচিত্র ই — না মানুষের জীবন !
আমি কি তখন ভেবেছিলাম, বড় হয়ে
এই আমি গভীর রাতের সঙ্গে সন্ধি করব ?
কিম্বা কবিতার সঙ্গে বন্ধুত্ব হবে …
কবিতা আমার নিঃশ্বাস
এক টুকরো স্বপ্ন সারথী ;
শত অনুরাগের জ্যোৎস্নার জলে ডোবা মনে
তবুও স্বপ্ন বেঁচে আছে,
আজীবন ওরা বেঁচে থাক
গুচ্ছ গুচ্ছ কবিতার শব্দ নীড়ে !
19.03.2019
শত অনুরাগের জ্যোৎস্না কে আপন করে নিলাম প্রিয় বোন হাসনাহেনা রানু।
ধন্যবাদ কবি দাদা সৌমিত্র চক্রবর্তী।শুভ সকাল।
আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন
শুভেচ্ছা নিন শ্রদ্ধেয় কবি।
নিঃশব্দ রাতের আলাদা একটা সৌন্দর্য আছে,
চারিদিক অন্ধকার সুনসান প্রকৃতি :
চেনা আকাশ, অচেনা মেঘ
নীল কষ্ট আর নিঃশ্ছিদ্র অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে
মেঘ রোদ্রের লুকোচুরি খেলা চলে অবিরত।
মুগ্ধতা ছড়িয়ে পড়ুক কবি দিদি ভাই। খুউবি সুন্দর লিখেছেন। আন্তরিক ভালবাসা রইল।
রিয়া দিদি ভাই আপনার সুন্দর মন্তব্যে আমি ও মুগ্ধ হলাম। শুভ কামনা আপনার জন্য কবি।
নিটোল পরিচ্ছন্ন একটি কবিতার স্বরূপ। অভিনন্দন কবি হাসনাহেনা রানু।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ও অভিনন্দন প্রিয় কবি আজাদ ভাইয়া।শুভ কামনা সবসময়।
সুন্দর। শুভেচ্ছা কবি রানু আপা।
ধন্যবাদ কবি আপা শাকিলা তুবা।শুভ সকাল।
আপনার লেখায় ভাবানুভবের ধারাবাহিকতা লক্ষ্য করি।
জ্বী , কৃতজ্ঞতা জানবেন কবি সুমন আহমেদ। শুভেচ্ছা নিরন্তর।
কবি ও কবিতা বেঁচে থাকুক অন্তত কাল,,
শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ কবি সুজন হোসাইন।শুভ সকাল।
আমার প্রিয় লেখিকা ও কবি শ্রদ্ধেয় হাসনাহেনা রানু দিদির লেখা কবিতা পাঠে মুগ্ধ হয়ে গেলাম। তা দিদির কবিতায় ভালোবাসা রেখে গেলাম। রানু দিদিকে শুভেচ্ছা।
কৃতজ্ঞতা জানবেন কবি দাদা নিতাই বাবু।শুভ কামনা।