যূথিকা, যদি কখনো ঘুম ভেঙে যায় ডাহুকীর সুরে
ভোর না হওয়া কোনো রাতে,
বুঝে নিও তখন সেই পাখিটা আমিই ছিলাম ।
যূথিকা, যদি কখনো সন্ধ্যার ঠোঁটে দূরন্ত সব পাখিরা
গোধূলি এঁকে যায় তোমার খোলা জানালায়
বুঝে নিও সেই গোধূলি আমিই ছিলাম।
যূথিকা, যদি কখনো তোমার ছাদে আকাশ নেমে আসে
রংধনু সাজে, এলো চুলে যদি হঠাৎ বর্ষা নামে
তোমায় ছুঁয়ে দিবার ছলে ।
বুঝে নিও তখন জলের গন্ধে আমিই ছিলাম।
১৯/০৩/১৯
আপনি দেখছি শব্দনীড়ে বেশ নিয়মিত হয়ে গেছেন কবি সুজন হোসাইন। দারুণ।
নিয়মিত হবার চেষ্টা করি শ্রদ্ধেয়,,,তবুও মাঝে মাঝে আসতে পারি না কাজের চাপে,,দোয়া করবেন যেন নিয়মিত আসতে পারি,,
শুভেচ্ছা ও নিরন্তর কৃতজ্ঞতা জানবেন,
যূথিকা নামটি আমার মতো অনেক পাঠকের অন্তর-মনে গেঁথে গেছে কবি সুজন ভাই।
জেনে ভালো লাগলো শ্রদ্ধেয়,,,, অপার শুভেচ্ছা জানবেন,,,,,
বুঝে নিও তখন জলের গন্ধে আমিই ছিলাম। দারুণ রোম্যান্টিক।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় কবি দিদি
সুন্দর।
অপার শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
কৃতজ্ঞতা শ্রদ্ধেয় স্যার
যুথিকা, যদি কখনো সন্ধ্যার ঠোঁটে দূরন্ত সব পাখিরা
গোধূলি এঁকে যায় তোমার খোলা জানালায়
বুঝে নিও সেই গোধূলি আমিই ছিলাম। অপূর্ব প্রকাশ।
আন্তরিক ধন্যবাদ জানবেন