কিছু সত্যি পায়না প্রকাশ

কিছু সত্যি পায়না প্রকাশ

কিছু সত্যি পায়না প্রকাশ
ভয়ের তারনায়
সত্যি কিছু যায় ভেসে যায়
সময় ভাবনায়

পরকিয়ার সত্যি গুলো
পরের ঘরে রয়
সেই সত্যি প্রকাশ করা
কেমনে বলো হয়

সত্যি অর্থ সত্যি পথে
ছড়ায় বলো কে
অনাসক্তি হতে সত্যি
বিক্রি করে যে

রংধনু রং সত্যি গুলো
ধূলোর ঝড়ে ঢাকা
ঝড়ের পরে আকাশ নীলে
রং গুলো তার ফাঁকা

কিছু সত্যি সময় ঘোরে
লাগায় চোখে ধাঁ ধাঁ
আদালতে সত্যি লোকের
চোখ দুটো যে বাঁধা

ক্ষুধার রাজ্যে মনের সত্যি
বিকৃত হয় রোজ
ক্রয় শর্তের সাথে থাকে
রঙ্গিন পানি আর ভোজ

সত্যি নিয়ে দ্বন্দ চলে
বউ শাশুড়ির মাঝে
সত্যি নিয়ে কোথায় যাবে
ছেলে ভাবে পাছে

বাবা সত্যি বৃদ্ধ তিনি
সত্তর বছরে ঠেকেছে
তনুজ পুত্র দ্বায় মিটাতে
বাজার দত্ত করেছে

সীতার সত্যি রাম বোঝেনি
রামের সত্যি সীতা
সকল সত্যি হয় কি পালন
কোরান কিংবা গীতা

বেদস্তুর সত্যি
অনেক সত্যি আমায় কাঁদায়
সকাল, বিকাল, সাঁঝে
নিরম্ভর সব সত্যি গুলো
ছবি হয়ে সাজে।

সত্যি কথা অনেক ব্যাথা
বুকের মাঝে গুজে
সত্যি ঘুমের ভান করে রোজ
থাকি যে চোখ বুঝে।

6 thoughts on “কিছু সত্যি পায়না প্রকাশ

  1. সীতার সত্যি রাম বোঝেনি
    রামের সত্যি সীতা
    সকল সত্যি হয় কি পালন
    কোরান কিংবা গীতা।

    গুড জব মি. খেয়ালী মন। জীবনের অনেক সত্যই কখনও প্রকাশ পায় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।