রঙের ছবি
আবীর রঙের ফাগুন খেলায়
আমার ছবি এঁকো।
পেঁজা মেঘের স্নিগ্ধ আলোয়
শিউলি কুঁড়ি রেখো।
চলতে চলতে পথের বাঁকে
একটুখানি দেখো
তোমার হাতেই আমায় দিলাম
তোমার করে রেখো।
রঙের ছবি
আবীর রঙের ফাগুন খেলায়
আমার ছবি এঁকো।
পেঁজা মেঘের স্নিগ্ধ আলোয়
শিউলি কুঁড়ি রেখো।
চলতে চলতে পথের বাঁকে
একটুখানি দেখো
তোমার হাতেই আমায় দিলাম
তোমার করে রেখো।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার হাতেই আমায় দিলাম … তোমার করে রেখো।
ঠিক আছে বন্ধু।
ধন্যবাদ।
ভীষণ সুন্দর হয়েছে কবি রিয়া রিয়া।
ধন্যবাদ কবি শাকিলা তুবা দি।
খুব সুন্দর হয়েছে কবি রিয়া।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
রঙের ছবিতে আপনাকে দারুণ লাগছে রিয়া দি।

খুশি হলাম কবি সাজিয়া আফরিন।
বাহ্ ! ভীষণ ভাল লেগেছে কবিতাটা।
আবীর রঙের ফাগুন খেলায়
আমার ছবি এঁকো ।
অপূর্ব সৃষ্টি দিদি ভাই। মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ কবি রানু দি।
কবিতার অ্যাপিলে মুগ্ধ!
ধন্যবাদ মিড দা।
দারুণ
প্রেমময়
ধন্যবাদ বেরা দা। প্রণাম।
সুন্দর হয়েছে।
শুভেচ্ছা ওমর দা। খুশি হলাম।
ওয়াও !! দারুণ ছড়াকাব্যটি। শুভেচ্ছা দিদিভাই
ধন্যবাদ রুকশানা দি।
রঙতুলিতে এঁকেদিলাম
রঙের বাহরপট্রি ক্ষণ
তবুও রঙে রঙিন হকো না কো
রঙ যদি উড়ে যায় নীলাকাশে
রঙধনু হয়ে মন;
শুভেচ্ছা কবিবাবু।
দারুণ প্রকাশ
ধন্যবাদ কবি দি।