দুজন দুজনায় ( কথোপকথন )

হে সুপ্রিয় কবি
.
কেমন আছেন আপনি ?
.
তুমি কোথায় কোথায় হারিয়ে যাও বলো তো ? হঠাৎ দেখি তুমি নেই।
.
হারিয়ে যাই নি কবি। আপনাকে রেখে কোথায় হারাবো। তবে মাঝে মাঝে লুকিয়ে থাকি, দেখি আমার কথা আপনার মনে পড়ে নাকি।
.
তুমি জানো না এক পলক তোমাকে না দেখলে মন অস্থির হয়ে যায়, বুকে ঝড় উঠে, তোলপাড় করে হৃদয়।
.
এতো ভালোবাসেন আমাকে ?
.
ভালোবাসার পরখ করতে চাও ? তবে এসো এই বুকটা ছুঁয়ে দেখো কতোটা পুড়ছে হৃদয় তোমার প্রেমের আগুনে, ঠোঁট দুটি ছুঁয়ে দেখো কতোটা তৃষ্ণার্ত আমি।
.
আপনার এই ভালবাসার ঋণ কিভাবে শোধ করবো আমি হে প্রাণের কবি ?
.
ভালোবাসায় ঋণ থাকতে নেই। আমাদের ভালোবাসায় শুধু আমরা দুজন দুজনায়। চলো হারিয়ে যাই অজানায় হে প্রেয়সী আমার।

___________________
দুজন দুজনায় ( কথোপকথন )
— ফারজানা শারমিন

12 thoughts on “দুজন দুজনায় ( কথোপকথন )

  1. কবিতায় কথোপকথন আর অনিন্দ্য সুন্দর প্রচ্ছদ আপনার লিখাটিকে দিয়েছে অনন্য মাত্রা। অভিনন্দন কবি ফারজানা শারমিন মৌসুমী। শুভেচ্ছা তো থাকছেই। :) 

    1. অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন

    1. অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন

  2. ভালোবাসায় ঋণ থাকতে নেই। আমাদের ভালোবাসায় শুধু আমরা দুজন দুজনায়। চলো হারিয়ে যাই অজানায় হে প্রেয়সী আমার। বাহ্ কবি বোন ফারজানা শারমিন। :)

    1. অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন

    1. অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন

    1. অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন

    1. অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।